এ বারের আইপিএলে মনে রাখার মতো অনেকগুলি ইনিংস খেলেছেন তিনি। কিন্তু ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছিলেন না সূর্যকুমার যাদব। বুধবার দিল্লির বিরুদ্ধে সেই আশা পূর্ণ হয়েছে। পুরস্কার হাতে নিয়ে সূর্য জানিয়েছেন, স্ত্রীর অনুরোধ রাখতে পেরে তিনি খুশি।
সূর্য বলেছেন, “১৩টা ম্যাচ হয়ে গেল। আজ সকালে আমার স্ত্রী একটা মিষ্টি গল্প বলেছিল। জানিয়েছিল, আমি এ বার সব পুরস্কার পেয়েছি। শুধু ম্যাচের সেরার পুরস্কার পাইনি। তাই এটা আমার কাছে বিশেষ পুরস্কার। দলের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, এই ইনিংসটা খুব দরকার ছিল। এই ট্রফিটা স্ত্রীকে উৎসর্গ করছি। ও এ ধরনের মুহূর্ত ভালবাসে। ফিরে গিয়ে একসঙ্গে উৎসব করব।”
দিল্লির বিরুদ্ধে ৪৩ বলে অপরাজিত ৭৩ করেন সূর্য। মেরেছেন সাতটি চার এবং চারটি ছয়। সেই ইনিংস মুম্বইয়ের চাপ কাটিয়ে ভাল রানে পৌঁছে দেয়। হার্দিক পাণ্ড্যের দল জেতে ৫৯ রানে।
সূর্য মেনে নিয়েছেন, তিনি ভাল না খেললে মুম্বই বিপদে পড়ত। প্রশংসা করেছেন এক সতীর্থেরও। সূর্যের কথায়, “একজন ব্যাটারকে শেষ পর্যন্ত খেলে যেতেই হত। আমরা জানতাম পরের দিকের ওভারগুলোয় বড় রান তোলা যাবে। হয়তো ১৫-২০ রানও তুলে দিতে পারব। যে ভাবে নমন (ধীর) ব্যাট করল সেটা দেখে দারুণ লেগেছে। পরের ম্যাচের আগে পাঁচ দিন হাতে রয়েছে। আপাতত বিশ্রাম নেব।”