ভারতীয় দল রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পরেও এশিয়া কাপ ট্রফি নেয়নি। তা হলে এখন প্রশ্ন, ট্রফি গেল কোথায়? কার জিম্মায় রয়েছে ট্রফি?
রবিবার শেষ জানা গিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি মাঠ ছাড়ার সময় ট্রফি নিয়ে গিয়েছেন। দেখা গিয়েছিল, নকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপোলি মোড়কে ট্রফি নিয়ে তাঁর পিছন পিছন আসছেন এসিসির কয়েক জন কর্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন।
এখন, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে, যা দুবাইয়ে যে স্টেডিয়ামে ফাইনালে হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই বাড়িটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতরের কাছেই। ঘটনা হল, এশিয়া কাপ চলাকালীন বার বার জয় শাহের আইসিসি-র সঙ্গে মতবিরোধ হয়েছে মহসিন নকভির এসিসি-র। নকভিই ট্রফিটি এসিসি-র দফতরে লুকিয়ে রেখেছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি।
এখনও স্পষ্ট নয়, ভারতীয় দলকে এসিসি ট্রফিটি আদৌ হস্তান্তর করবে কিনা।
রবিবার চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’’
রবিবার ম্যাচের পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব শইকীয়া বলেন, “যেহেতু ভরত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন।”
নকভির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানানো হবে জানিয়ে শইকীয়া বলেন, “নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি-র বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে জোরাল প্রতিবাদ জানাব।”