সপরিবার মোদীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, ছোট্ট শ্রীময়ীর আবদার মেটালেন প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা ভাগ করে নিলেন বিজেপি নেতা

 মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সপরিবারে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে সংসদ সুকান্ত মজুমদার। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং সময় কাটানোর ছবি পোস্ট করে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। মোদীর সঙ্গে দেখা করার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি সভাপতি লিখেছেন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি/তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি।

দেশের জন্য আইন সংস্কার হয় এখানে। প্রস্তাব পেশ, বিল পাস, সংশোধন, বিতর্ক প্রতিবাদে গম গম করে সংসদ ভবন। সংসদ ভবনে গিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সুকান্তর ছোট মেয়ের আবদার মতো তাকে উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদে এখন বাদল অধিবেশন চলছে, তাই দিল্লিতে রয়েছেন সুকান্ত। মঙ্গলবার দলের সংসদীয় বৈঠকের পর স্ত্রী ও দুই মেয়েকে সংসদ ভবন দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি। সংসদে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে যান। সেখানে বড় মেয়ে সৃজা ছোট, মেয়ে শ্রীময়ীর সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী। পাঁচ বছরের ছোট্ট শ্রীময়ী নরেন্দ্র মোদীর টেবিলে রাখা ছোট্ট জাতীয় পতাকা নিয়ে কৌতুহলী হতেই প্রধানমন্ত্রী তার আবদারে মেনে পতাকাটি তুলেও দেন তার হাতে। যাতে সে ভারি খুশি। আর হয়তো সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির ক্যাপশনে সুকান্ত মজুমদার লিখেছেন, “তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি/তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি।”

গোলাপী ফ্রক, হেয়ার ব্যান্ড মাথায় মিষ্টি শ্রীময়ীর সঙ্গে বেশ খোশ মেজাজেই ধরা দিয়েছেন প্রধানমন্ত্রীও। মোদীর সঙ্গে পারিবারিক এই ছোট্ট সাক্ষাৎকারের ছবি নিজের সোশ্যাল মিডিয়ার একাধিক অ্যাকাউন্টে শেয়ার করেছেন অধ্যাপক তথা বিজেপি সংসদ সুকান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার পর সুকান্ত বলেন, বাংলার ব্যাপারে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও অশান্তির ব্যাপারেও তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। কথা হয়েছে রাজ্যের উন্নয়নের বিষয়েও। পঞ্চায়েতে হিংসার ঘটনার পরেও বিজেপি যে ১১ হাজার আসনে জিতেছে তা জেনে প্রধানমন্ত্রী খুশি বলে জানান সুকান্ত‌।

সুকান্ত মজুমদার বলেন, “পরিবারে সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। তার মধ্যে উনি কিছু রাজনৈতিক কথাও বলেছেন। পঞ্চায়েত নির্বাচনে যে আসনে জয় হয়েছে তার প্রশংসা করেছেন। এত অত্যাচারের পর, এত কারচুপির পরও ১১ হাজার আসন পেয়েছে দল। বিজেপির জয়ের প্রশংসা করে তিনি বলেন, আপনারা ভালো লড়াই করেছেন। ভালো আসন এসেছে।”

সুকান্তর সঙ্গে মোদীর এই পারিবারিক সাক্ষাৎকারকে রাজনৈতিক স্তরেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এযাবৎকালে বঙ্গ বিজেপির কোনো নেতাকে মোদীর এতো কাছে পৌঁছতে দেখা যায়নি। বঙ্গ বিজেপির পতাকা কেন্দ্রীয় নেতৃত্ব যার হাতে তুলে দিয়েছেন তিনি যে ক্রমেই দিল্লির ঘনিষ্ঠ সারিতে উঠে এসেছেন সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.