সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “কল্লোল যুগের প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত মহাশয়ের জন্মদিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম।”
প্রসঙ্গত, “অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯শে সেপ্টেম্বর, ১৯০৩ – ২৯শে জানুয়ারি, ১৯৭৬) বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও সম্পাদক ছিলেন। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৫ সালে জগৎতারিণী পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন।”