Sukant, Mamata, Babun, “ভাই কেন পর, এটা মা মাটি মানুষের নতুন যাত্রাপালা,” মমতা বাবুনের চাপানউতরকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

দিদি ভাইয়ের ঝামেলা নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বাবুনের চাপানউতরের মধ্যেই সুকান্ত মজুমদারের খোঁচা, আমরা বিগত ১২ বছর ধরে এরকম প্রচুর নাটক, যাত্রাপালা দেখে এসেছি। এখন মা, মাটি, মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন এক যাত্রাপালা এসেছে, তার নাম হচ্ছে ভাই কেন পর? চলবে কিছুদিন।

সুকান্ত মজুমদার বলেন, এই নতুন যাত্রাপালায় সায়নী ঘোষ, দিদি নম্বর ওয়ান এর রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী সবাই অভিনয় করবেন, সঙ্গে দেবও আছে।

এদিন সকালেই ভাইয়ের কর্মকান্ড নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। ওকে আমাদের পরিবারের কোনো মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেব না। স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনকে নিয়ে সাংবাদিক বৈঠকে এই ভাষাতে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলতে গেলে ত্যাজ্য করে দিয়েছেন নিজের ভাইকে।

যদিও আগেই টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন
বাবুন। প্রশ্ন তুলে দিয়েছিলেন হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাওয়ার নিয়ে। এমনকি হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। এরমধ্যে আবার বিজেপিতে যোগদানের জল্পনা শোনা গিয়েছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতর ও জলঘোলা হয়। যদিও দিদির তোপের মুখে পড়ে বাবুন জানিয়েছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।

অন্যদিকে লোকসভা ভোটে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনদের। এরা প্রকাশ্যেই বলেছেন নিজেদের রাগ অভিমানের কথা, ক্ষোভের কথা। শান্তনু সেনকে আক্রমণ করার সুযোগ ছাড়েননি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ওনার বিরুদ্ধে এমনই লোকের অনেক ক্ষোভ। তাই হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। এখন ক্ষোভ নিয়ে কী হবে? কাজের কাজটা করতে হবে তো। এরপরে খোঁচা দিয়ে বলেন, আমি দেখলাম কিছু কিছু লোক ফেসবুকে লিখেছেন যারা যারা টিকিট পাননি তাদের টিকিট দেবে। আইআরসিটিসি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.