কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। অন্তত ছ’টি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতাতেও। সারা সপ্তাহ ধরেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতা এবং আশপাশের এলাকায় শনিবার রাতে ঝড়বৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরমের মাঝে আচমকা আবহাওয়ার এই পরিবর্তন অনেকটা স্বস্তি দিয়েছে। রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
সোমবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বুধবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।
ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও। রবিবার এবং সোমবার দার্জিলিঙে মুষলধারে বৃষ্টি হতে পারে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টির কারণে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা কমবে। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।