কুন্নরে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় মৃত ১৩জনের মধ্যে শনিবার আরও ১০জনের দেহ শনাক্ত করা হয়েছে। শনিবার সকালে ৬জনের দেহ শনাক্ত করা হয়। স্পেশাল ফ্লাইটে তাঁদের দেহ নিজেদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বেলার দিকে আরও চারজনের দেহ শনাক্ত করা হয়।ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে তাঁদের দেহ শনাক্ত করা হয়েছে। রবিবার সেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
শনিবার উইং কমান্ডার তথা ওই কপ্টারের পাইলট পৃথ্বি সিং চৌহান, স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারান্ট অফিসার রানা প্রতাপ দাস ও আরাক্কাল প্রদীপ, ল্যান্স নায়েক বিবেক কুমার ও বি সাই তেজার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আগ্রা, পিলানি, ভুবনেশ্বর, বেঙ্গালুরুতে তাঁদের দেহ পাঠানো হয়। পরে অবশ্য লেফটেনান্ট কর্ণেল হরজিন্দর সিং, হাবিলদার সৎপাল রাই, নায়েক জিতেন্দ্র কুমারের দেহ শনাক্ত করা হয়। লেফটেনান্ট কর্ণেলের দেহ দিল্লিতে ব্রার স্কোয়ারে সৎকার করা হতে পারে। বাকিদের দেহ তাঁদের পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে। ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে প্রয়াত সেনা কর্তাদের শেষ শ্রদ্ধা জানাতে রাস্তার দুধারে সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। কৃতিকা ও তারিনী তাদের বাবা বিপিন রাওয়াত ও মা মধুলিকা রাওয়াতের চিতা অগ্নি প্রজ্জ্বলন করেন। অ্যাসিস্ট্যান্ট ব্রিগেডিয়ার এলএস ব্রিগেডিয়ারের স্ত্রী গীতিকাকে স্বান্তনা দিতে দেখা দেয় কৃতিকা ও তারিনীকে।