এসএসসির নতুন পরীক্ষাবিধির খসড়া তৈরি! নবান্ন অনুমোদন দিলে বৃহস্পতিবারই প্রকাশ করা হতে পারে ওয়েবসাইটে

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশিত হতে চলেছে শীঘ্রই। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নয়া পরীক্ষাবিধি প্রকাশ হতে চলেছে। শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন পরীক্ষাবিধির খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। বুধবার রাত কিংবা বৃহস্পতিবার সকালের মধ্যেই তা পাঠানো হবে নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের দফতরে। সেখান থেকে অনুমোদন মিললে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে নতুন পরীক্ষাবিধি প্রকাশ করা হতে পারে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার জন্য এসএসসির নতুন বিধিতে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, নতুন পরীক্ষাবিধিতে ওএমআর শিটের সঙ্গে কার্বন কপি দেওয়ার কথা উল্লেখ থাকতে পারে। ওই কার্বন কপিটি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। এ ছাড়া ফলপ্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করার কথাও উল্লেখ থাকতে পারে। পরীক্ষার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা এবং ওএমআর-এর মিরর ইমেজ এবং ডিজিটাল সংরক্ষণের উপরেও জোর দেওয়া হতে পারে নতুন পরীক্ষাবিধিতে।

সূত্রের খবর, নতুন পরীক্ষাবিধিতে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর, তা আরও ছ’মাস বৃদ্ধি করার নিয়ম যুক্ত করা হতে পারে। শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ওএমআর সংরক্ষণের মেয়াদও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ২০১৬ সালের চাকরিহারাদের জন্য অভিজ্ঞতা এবং বয়সে ছাড়ের বিষয়টিও যুক্ত করা হতে পারে সেখানে।

বস্তুত, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা চাকরি করেছেন, কিন্তু এখন আবেদন করার বয়স পেরিয়ে গিয়েছে, এ রকম অনেকে রয়েছেন। চাকরিহারাদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। তাঁরা যাতে সকলেই পরীক্ষায় বসতে পারেন, বয়সের জন্য যাতে না-আটকায়, সেই ব্যবস্থা হবে। চাকরিহারারা বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন। যাঁরা কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতার জন্য সুবিধা দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ৩১ মে’র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, ৩০ মে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। সূত্রের খবর, বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে সেই দিনই সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করতে পারে কমিশন। আদালতের নির্দেশ মোতাবেক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা ওই হলফনামায় জানাবে কমিশন।

যে হেতু বিজ্ঞপ্তি প্রকাশের আগে পরীক্ষাবিধি প্রকাশ করা প্রয়োজন, তাই কমিশন আশা করছে বৃহস্পতিবারই ওই বিধি প্রকাশ হয়ে যাবে। কমিশন সূত্রে খবর, পরীক্ষাবিধিতে এসএসসির তরফে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। নতুন বিধিতে সে ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে আশাবাদী কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.