ভারতের ২০২/৫-এর জবাবে শ্রীলঙ্কাও ২০২/৫, এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচ গড়াল সুপার ওভারে

আউট কুশল

সুপার ওভারের প্রথম বলেই রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট কুশল পেরেরা।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২ key status

চলতি এশিয়া কাপের প্রথম সুপার ওভার

শেষ বলে তিন রান দরকার ছিল। শ্রীলঙ্কা নিল ২ রান। ফলে নিয়মরক্ষার ম্যাচে এ বার হবে সুপার ওভার। পরশু ফাইনাল। ভারতকে আরও বেশি সময় থাকতে হবে মাঠে।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৫ key status

হিসাব কষে আউট নিসঙ্ককে

উইকেট লক্ষ্য করে বল করেছিলেন হর্ষিত। অফস্টাম্পে সরে গিয়ে ফাইন লেগে খেলতে গিয়েছিলেন নিসঙ্ক। দেখেনইনি যে শর্ট ফাইন লেগে বরুণ দাঁড়িয়ে। দারুণ ক্যাচ ধরলেন ভারতের স্পিনার।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০ key status

শতরান নিসঙ্কের

ভারতের বিরুদ্ধে শেষ কবে কোনও ব্যাটার এত দাপট দেখিয়েছেন তা মনে করা যাচ্ছে না। শুরু থেকে ভারতের বোলারদের উপর যে আগ্রাসন দেখিয়েছেন নিসঙ্ক তা এখনও বজায় রয়েছে। টি২০-তে প্রথম বার শতরান করলেন নিসঙ্ক। অর্শদীপকে ছয় মেরে হেলমেট খুলেই কানে হাত দিয়ে এবং বিশেষ ইশারা করে বুঝিয়ে দিলেন, এ বার হয়তো সমালোচকদের মুখ বন্ধ হবে।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০ key status

দু’টি উইকেট গেল শ্রীলঙ্কার

ভারতের ম্যাচে ফেরার সামান্য আশা দেখা যাচ্ছে। কয়েক বলের ব্যবধানে ফিরলেন আসালঙ্কা এবং মেন্ডিস। তবে এখনও ক্রিজ়‌ে নিসঙ্ক। শতরানের দিকে এগিয়ে যাচ্ছেন। যত ক্ষণ ক্রিজ়‌ে থাকবেন তত ক্ষণই ভয় থাকবে ভারতের।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৯ key status

আউট পেরেরা

ভাঙল ১২৭ রানের জুটি। বরুণের বলে স্টাম্পড আউট পেরেরা (৫৮)। শ্রীলঙ্কা ১৩৪/২।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৪ key status

দিগ্ভ্রান্ত ভারতীয় বোলারেরা

কোথায় বল করলে শ্রীলঙ্কার দুই ব্যাটারকে আউট করা যাবে তা বোঝাই যাচ্ছে না। নিসঙ্ক এবং পেরেরা যে ভাবে খেলছেন তাতে ম্য়াচটি জিতেও যেতে পারে শ্রীলঙ্কা। কোনও বোলারকেই রেয়াত করা হচ্ছে না। মার খাচ্ছেন কুলদীপ, বরুণেরাও। দুই ব্যাটারেই অর্ধশতরান করেছেন।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৯ key status

হতাশ করছেন হর্ষিত

এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন। তবে হর্ষিতের বোলিং দেখে মনে হচ্ছে শিক্ষানবিশের মতো বল করছেন। তার বল অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটারেরা। বলে কোনও নিয়ন্ত্রণই নেই। ২ ওভারে ২৬ রান হজম করে বসে আছেন। একই অবস্থা অর্শদীপ সিংহের। তাঁরও আত্মবিশ্বাস তলানিতে।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৬ key status

মারমুখী শ্রীলঙ্কার ব্যাটারেরা

এশিয়া কাপ থেকে বিদায় নিলেও একটা ছাপ রেখে যেতে চাইছে শ্রীলঙ্কা। একটি উইকেট হারালেও মারকুটে মনোভাব থেকে সরছে না। কুশল পেরেরা একের পর এক  চার মারছেন। হালকা চোট পেয়ে মাঠ ছেড়েছেন হার্দিক। পরিবর্ত হিসাবে নেমেছেন রিঙ্কু। কিন্তু শ্রীলঙ্কার চারের বন্যা থামছে না।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:২২ key status

প্রথম ওভারেই উইকেট

হার্দিকের প্রথম বলে চার মেরে শুরুটা ভালই করেছিলেন কুশল মেন্ডিস। চতুর্থ বলে স্লিপে থাকা শুভমনের হাতে ক্যাচ দিলেন তিনি। 

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:০১ key status

অবশেষে দুশোর গন্ডি পেরোল ভারত

এ বারের এশিয়া কাপে কোনও দল যা পারেনি সেটাই করে দেখাল ভারত। ২০০ রানের গন্ডি পেরিয়ে গেল তারা। দুবাইয়ের মন্থর পিচে এই রান তোলা শ্রীলঙ্কার পক্ষে খুবই মুশকিলের। অভিষেক অর্ধশতরান করলেও এক রানের জন্য ৫০ হাতছাড়া তিলকের। তিনি ৪৯ রানে অপরাজিত থাকলেন।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৭ key status

পর পর ২ উইকেটের পতন

হঠাৎই অতিরিক্ত আগ্রাসী হওয়ার মাশুল দিচ্ছে ভারত। সঞ্জু এবং হার্দিক পর পর ফিরে গেলেন। দুটি ক্ষেত্রেই শ্রীলঙ্কার ফিল্ডারেরা ভাল ক্যাচ নিয়েছেন। তবে হার্দিক খারাপ শট খেলে আউট হয়েছেন।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯ key status

আউট অভিষেক

৫০-কে কিছুতেই ১০০ রানে পরিণত করতে পারছেন না অভিষেক। আউট হলেন ৬১ রানে। আসালঙ্কের বল লেগ সাইডে খেলতে গিয়েছিলেন। ঠিকমতো সংযোগ হয়নি ব্যাটে-বলে। ডিপ মিড উইকেটে ক্যাচ ধরলেন কুশল মেন্ডিস।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৭ key status

আউট সূর্য

এক বার সুইপ করতে গিয়ে বেঁচেছিলেন। দ্বিতীয় বার হল না। হাসরঙ্গের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হল সূর্যকুমারকে। ১৩ বলে ১২ করলেন। এখনও ফর্মে ফিরতে পারলেন না ভারতের অধিনায়ক।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০ key status

অর্ধশতরান অভিষেকের

টানা তিনটি ম্যাচে অর্ধশতরান করলেন অভিষেক। এশিয়া কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের ওপেনার। ২২ বলে অর্ধশতরান এল। পাওয়ার প্লে-তে শ্রীলঙ্কার বোলারদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। শুভমনকে হারালেও ভারতের শুরুটা ভালই হল।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২ key status

আগ্রাসী অভিষেক

ভারতের হয়ে প্রতিটি ম্যাচে যা করে এসেছেন সেটাই করছেন অভিষেক। শুরু থেকেই আগ্রাসী খেলে শ্রীলঙ্কার বোলারদের ছন্দ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন তিনি। ইতিমধ্যেই ১৩ বলে ২৬ রান হয়ে গিয়েছে তাঁর। অর্থাৎ ২০০ স্ট্রাইক রেট।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩ key status

আউট শুভমন

দুর্দান্ত ক্যাচ নিলেন থিকশানা। শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দিলেন তিনি। শুভমন ড্রাইভ করতে গিয়েছিলেন। বল ব্যাটের উপরের অংশ লেগেছিল। বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিলেন থিকশানা।

timer শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২ key status

টসে হারলেন সূর্যকুমার

সুপার ফোরের শেষ ম্যাচে টসে হেরে গেলেন সূর্যকুমার। আগে ব্যাট করতে হবে ভারতকে। যদিও টসের পর সূর্য জানালেন, তাঁরাও আগে ব্যাট করতেই চেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.