৪০তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করে সারা রাজ্যে প্রশংসা কুড়িয়েছে শালবনী তথা পশ্চিম মেদিনীপুর। আয়োজক হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আজ সংসদ কক্ষে শালবনী স্টেডিয়ামে আয়োজিত ৪০ তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার জেলা ভিত্তিক সাতজন কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। আগামী দিনে আরও ভালো ভাবে জেলায় ক্রীড়া পরিকাঠামো তৈরি করার চেষ্টা করা হবে বলে জানান আজকের সঞ্চালক অখিল বন্ধু মহাপাত্র।

জেলা প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি অনিমেষ দে সফলভাবে এই মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার জন্য সমস্ত শিক্ষক- শিক্ষিকা ও আয়োজকদের ধন্যবাদ দেন। পাশাপাশি বিশেষ ধন্যবাদ দেন শালবনীর পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, আইসি সহ প্রশাসনের সমস্ত স্তরের লোকজন ও ক্রীড়া সংগঠক সন্দীপ
সিংহকে।
আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি নির্মাল্য মুখোপাধ্যায়, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, সংসদ সচিব প্রাণতোষ মাইতি, শিক্ষক শান্তনু দে, অভিজিৎ ধাড়া, রঞ্জনা মহাপাত্র, প্রদ্যুৎ মাইতি প্রমুখ।

আজকের অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহকে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের তরফে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয় শালবনীতে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত করার জন্য। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ জুন মালিয়া আগেই নেপাল সিংহের কর্মদক্ষতার প্রশংসা করেন ও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও গেমস অ্যান্ড স্পোর্টসের কো- অর্ডিনেটর পলাশ সাঁধুখাও খেলা শেষে তাঁকে বিশেষ সম্বর্ধনা দিয়েছিলেন।