২০১৮ সালের পর এই প্রথম কুড়ি ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান। লাহোরের মন্থর উইকেটে স্পিনারদের দাপটে অজি বাহিনীকে ধরাশায়ী করল স্বাগতিকরা। স্পিনারদের নেওয়া ১০ উইকেটের সৌজন্যে ১৬৯ রান তাড়া করতে নেমে ১৪৬ রানেই থমকে যায় ট্রেভিস হেডের দল।
পাকিস্তানের ব্যাটিং ও স্ট্রাইক রেট বিতর্ক
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান তোলে। ওপেনার সাহিবজাদা ফারহান প্রথম বলেই শূন্য রানে আউট হলেও অন্য ওপেনার সাইম আইয়ুব আক্রমণাত্মক মেজাজে ২২ বলে ৪০ রান করেন।
- বাবর আজমের মন্থর ইনিংস: দলের তারকা ব্যাটার বাবর আজম ২০ বলে ২৪ রান করেন, যা তাঁর স্ট্রাইক রেট নিয়ে পুনরায় প্রশ্ন তুলেছে।
- অধিনায়কের অবদান: তিন নম্বরে নেমে সালমান আলী আঘা ৩৯ (২৭ বল) রানের লড়াকু ইনিংস খেলেন।
- অজি বোলিং: স্পিনার অ্যাডাম জাম্পা একাই ৪ উইকেট (২৪ রান দিয়ে) নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ভেঙে দেন। পেসার বার্টলেট ও বিয়ার্ডম্যান নেন ২টি করে উইকেট।
অজিদের রান তাড়া ও স্পিন ফাঁদ
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা মন্দ ছিল না। তবে পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।
- ট্রেভিস হেড: বিধ্বংসী মেজাজে শুরু করলেও ১৩ বলে ২৩ রান করে সাইম আইয়ুবের শিকার হন।
- ক্যামেরন গ্রিন: মিডল অর্ডারে ৩১ বলে ৩৬ রান করে লড়াই চালিয়েছিলেন।
- ফলাফল: শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।
জয়-পরাজয়ের তফাত: অতিরিক্ত রান ও স্পিন
ম্যাচের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, দুই দলের বোলিংয়ের শৃঙ্খলা জয়-পরাজয় নির্ধারণ করে দিয়েছে। অস্ট্রেলিয়া যেখানে অতিরিক্ত ১৭ রান দিয়েছে, সেখানে পাকিস্তানের বোলাররা দিয়েছিলেন মাত্র ৩ রান। এছাড়া পাকিস্তানের কোনো পেসার (শাহিন আফ্রিদি বা নাসিম শাহ) এই ম্যাচে উইকেট পাননি। সাইম আইয়ুব ও আবরার আহমেদ ২টি করে এবং শাদাব খান ও নওয়াজ ১টি করে উইকেট নিয়ে জয়ের পথ প্রশস্ত করেন।
এক নজরে ম্যাচের ফলাফল: | দল | রান/উইকেট | ওভার | সেরা পারফর্মার | পাকিস্তান | ১৬৮/৮ | ২০ | সাইম আইয়ুব (৪০ রান ও ২ উইকেট) | | অস্ট্রেলিয়া | ১৪৬/৮ | ২০ | অ্যাডাম জাম্পা (৪ উইকেট) |
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি ইতিবাচকভাবে শুরু করলেও, রাতের ম্যাচে শিশিরের প্রভাব এবং ১৮০+ রান তুলতে না পারার ব্যাটিং খামতি পাকিস্তানকে আগামী দিনে চিন্তায় রাখতে পারে।

