ইলন মাস্ক কি ভারতের পাশে? সহসা এই প্রশ্ন উঠছে, কেননা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বচসার আবহেই এক ভারতীয় মহাকাশচারীকে স্পেসে পৌঁছে দিচ্ছে তাঁরই কোম্পানির স্পেসক্র্যাফ্ট।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ঐতিহাসিক মিশনে ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লাকে বহনকারী সেই ড্রাগন মহাকাশযানের প্রথম ছবিও প্রকাশ করা হয়েছে। এই অভিযানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারতের আগামী মহাকাশ কর্মসূচি এবং গগনযান মিশনকে নানা ভাবে সহায়তা করবে।
অ্যাক্সিওম স্পেসের মিশনের অংশ
এই মহাকাশযানটি চারজন মহাকাশচারীকে মহাশূন্যে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এঁরা প্রত্যেকেই তাঁদের মিশন শেষ করে পৃথিবীতে ফিরবেন। এটি ফ্লোরিডার প্যাড 39A-তে হ্যাঙ্গারে পৌঁছেছে। যেখানে এটি তার প্রথম মহাকাশ ফ্লাইটের জরুরি প্রস্তুতি নিচ্ছে। অ্যাক্সিওম স্পেসের একটি ব্যক্তিগত মিশনের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরির মহাকাশচারীরা এই রোমাঞ্চকর অভিযানে যাবেন। আর ভারতের হয়ে সেখানে আছেন শুভাংশু শুক্লা।
রকেটের প্রথম ছবি
স্পেসএক্স এক্স-এর একটি পোস্টে রকেটের প্রথম ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ড্রাগন তার প্রথম উড়ানের আগে ফ্লোরিডার প্যাড ৩৯এ-তে হ্যাঙ্গারে পৌঁছেছে। ফ্যালকন ৯-এর লক্ষ্য হল ড্রাগন এবং @Axiom_Space-এর Ax-4 ক্রুদের @Space_Station-এ পাঠানো। কবে? আগামী মঙ্গলবার, ১০ জুনই সেই মাহেন্দ্রক্ষণ। অ্যাক্সিওম-৪ মিশনটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। এক বিবৃতিতে অ্যাক্সিওম স্পেস জানিয়েছে, ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে অ্যাক্সিওম-৪ ক্রুদের উৎক্ষেপণ করা হবে।
৮-এর বদলে ১০
এর আগে ৮ জুন সন্ধ্যা ৬.৪১ মিনিটে এর উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তা দুদিন পিছিয়ে ১০ জুন করা হয়। যদিও আনুষ্ঠানিকভাবে বিলম্বের কোনও কারণ ঘোষণা করা হয়নি। একটি সূত্র জানিয়েছে, মহাকাশযান পরিবহণের সময়ে আবহাওয়া এবং উৎক্ষেপণের আগে যানের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করার কারণে এই বিলম্ব ঘটেছে।
রাকেশ শর্মার পরে
গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ মিশনের পাইলট হিসেবে কাজ করবেন। শুক্লার সঙ্গে থাকবেন পোল্যান্ডের স্লাওস উজানানস্কি-উইজনিভস্কি, হাঙ্গেরির টিবোর কাপু, নাসার প্রাক্তন নভোচারী এবং মিশন কমান্ডার পেগি হুইটসন। ডকিং করার পর ১৪ দিন পর্যন্ত এই মহাকাশচারীরা কক্ষপথে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। শুভাংশুর মহাকাশ ভ্রমণ ভারতের পক্ষে একটি ঐতিহাসিক ঘটনা। রাকেশ শর্মার সেই আইকনিক মহাকাশযাত্রার চল্লিশ বছর পরে।