ভারতীয় দলকে নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দৌড়ে রোহিত শর্মার দলকে এগিয়ে রাখছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আগামী রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তেমন উদ্বিগ্ন শোনায়নি তাঁকে।
শুক্রবার এক অনুষ্ঠানে সৌরভকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘সাদা বলের ক্রিকেটে এখন ভারত ভীষণ শক্তিশালী দল। ভারতের প্রতিভার অভাব নেই। বাংলাদেশের বিরুদ্ধে খানিকটা বোঝা গিয়েছে। এই দলটা সত্যিই দারুণ। পাকিস্তানের বিরুদ্ধেও না জেতার কারণ নেই। ভারতের এই দলকে হারাতে হলে পাকিস্তানকে দারুণ কিছু করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই দলের অনেকেই ছিল না। তাও ৪-১ ব্যবধানে জিতেছে। এক দিনের সিরিজ়ে ৩-০ ব্যবধানে জিতেছে। ভারতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। এটা আমাদের পরিকাঠামোর সুফল।’’ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন সৌরভ। বাংলাদেশের বিরুদ্ধে ১১ জনকে নিয়েই রবিবার খেলা উচিত বলে তাঁর মত। তিনি বলেছেন, ‘‘দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিংহের খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব ভাল নয়। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসাবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।’’
বাংলাদেশের বিরুদ্ধে শুভমন গিলের শতরান এবং মহম্মদ শামির পাঁচ উইকেটের প্রশংসা করেছেন সৌরভ। তাঁর বক্তব্য, ‘‘শুভমন ভাল খেলেছে। তবে ভারতীয় দলের এক থেকে পাঁচ-ছ’নম্বর পর্যন্ত সকলেই শুভমন। সবাই সেঞ্চুরি করতে পারে। যে কেউ ম্যাচ জেতাতে পারে। অক্ষর পটেল পাঁচ নম্বরে ব্যাট করছে। তার পর লোকেশ রাহুল, হার্দিক, রবীন্দ্র জাডেজারা থাকছে। দলটার ব্যাটিং গভীরতা দারুণ। শামি ভাল বল করেছে। চোট সারিয়ে ফেরার পর পাঁচ উইকেট পেল। এই প্রতিযোগিতায় জসপ্রীত বুমরাহ নেই। দু’দিক থেকে দু’জনকে পাওয়া গেলে খুব ভাল হত। তবে হর্ষিত রানা ভাল বল করছে। শামিকে এ ভাবেই সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে।’’ বিরাট কোহলির অফ ফর্ম নিয়েও চিন্তিত নন সৌরভ। তাঁর বক্তব্য, ‘‘কোহলির মতো ক্রিকেটারকে নিয়ে ভাবার কিছু নেই। ও জানে কী করে সমস্যা কাটিয়ে উঠতে হয়।’’
উইকেটরক্ষক হিসাবে রাহুলকে খেলানোর মধ্যে ভুল দেখছেন না সৌরভ। দিল্লি ক্যাপিটালসে গত কয়েক বছর ঋষভ পন্থকে কাছ থেকে দেখেছেন। পন্থ তাঁর অন্যতম প্রিয় ক্রিকেটারও। তবু সৌরভের বক্তব্য, ‘‘দু’জনেই খুব ভাল ক্রিকেটার। যে কেউ খেলতে পারে। ভারতীয় দলের যে কাউকে যে কোনও জায়গায় খেলানো যায়। রাহুলকে খেলানোর মধ্যে ভুল নেই। কে খেলবে, তা কোচের সিদ্ধান্ত। এটা কোচের স্বাধীনতা।’’
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে ওঠার ব্যাপারে সৌরভ এগিয়ে রাখছেন ভারত এবং নিউ জ়িল্যান্ডকে। গ্রুপ ‘বি’ নিয়ে তাঁর বক্তব্য, ‘‘ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে। আফগানিস্তানও ভাল দল। এ বার অস্ট্রেলিয়া একটু পিছিয়ে বোলিংয়ের জন্য। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হেজ়লউড নেই। অন্যদের খুব ভাল বল করতে হবে। তবু অস্ট্রেলিয়াকে হিসাবের বাইরে রাখা যায় না।’’ নির্মাণ কেমিক্যাল সংস্থা ভুরা বিপণন দূত করেছে সৌরভকে। সেই সংস্থার অনুষ্ঠানেই চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সৌরভ।