মর্মান্তিক! ভয়ংকর! হাড়হিম! ২৫ হাজার টাকা লোনের জামানত হিসেবে ছেলেকে রেখে যেতে বাধ্য হয়েছিলেন এক মা। শেষে উদ্ধার হল ওই ছেলের নিথর প্রাণহীন দেহ। ভয়ংকর এই ঘটনাটি অন্ধ্রপ্রদেশের তিরুপতির।
অভিযোগ, প্রতিবেশী যার কাছে ওই মহিলা লোন নিয়েছিলেন ও নিজের ছেলেকে জামানত হিসেবে রেখে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি ওই মহিলার ছেলেকে মৃত্য়ুর পর গোপনে কবর দিয়ে দেন। তামিলনাড়ুর কাঞ্চিপুরমে উদ্ধার হয় সেই দেহ। জানা গিয়েছে, ওই মহিলা প্রতিবেশীর কাছ থেকে উচ্চ হারে সুদের বিনিময়ে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন।
লোনের জামানত ছেলে!
টাকা সময়ে শোধ করতে না পারায় হাঁস ব্যবসায়ী প্রতিবেশী ওই মহিলার ছেলেকে জামানত রেখে দেন। টাকা জোগাড় করে এক বছর পর ওই মহিলা যখন তাঁর ছেলেকে ফেরত আনতে যান,তখন প্রতিবেশী দাবি করেন যে, তাঁর ছেলে পালিয়ে গিয়েছে। কিন্তু ওই মহিলার সন্দেহ হওয়ায়, তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিসি জেরার মুখে ভেঙে পড়েন প্রতিবেশী ও ওই মহিলার ছেলের মৃত্যুর কথা জানান।
আরও জানান যে, ওই মহিলার ছেলে জন্ডিসে মারা গিয়েছে ও তাকে তামিলনাড়ুতে কবর দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, যদি রোগেই ওই মহিলার ছেলের মৃত্য়ু হয়ে থাকে, তবে তার পরিবারকে জানানো হল না কেন? তার চেয়েও বড় কথা, কেন অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুতে নিয়ে গিয়ে কবর দেওয়া হল ওই মহিলার ছেলেকে? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।