‘কেউ মধুচন্দ্রিমায় গিয়েছিলেন, কেউ প্রকৃতি দেখতে’, পহেলগাঁও নিয়ে বিদেশ থেকে ফুঁসছেন প্রিয়ঙ্কা

পহেলগাঁও-এর ঘটনায় ত্রস্ত সারা দেশ। নিরস্ত্র মানুষকে গুলি করে খুন করা হয়েছে। প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা নিয়ে। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন বলি তারকারাও। বিদেশ থেকে প্রিয়ঙ্কা চোপড়াও ফুঁসছেন এই ঘটনায়।

মঙ্গলবারের জঙ্গিহানায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ক্ষুব্ধ প্রিয়ঙ্কা বলেছেন, “পহেলগাঁও-তে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। মানুষ তো ওখানে ভ্রমণের জন্য গিয়েছিলেন। কেউ গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। কেউ বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন।”

প্রিয়ঙ্কা আরও লিখেছেন, “কতগুলি নিরীহ প্রাণ চলে গেল। ওঁরা কল্পনাও করতে পারেননি এমন হবে। চোখের সামনে প্রিয়জনদের হত্যালীলা চলল। এই ঘটনা থেকে আমরা এগিয়ে যেতে পারব। মানবিকতার দিকে প্রশ্ন তুলে দিয়েছেন এই নির্মম ঘটনা। বহু দিন পর্যন্ত এই ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে।” নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কার মতোই ক্ষোভ উগরে দিয়েছেন শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমারেরা। সলমন লেখেন, ‘‘পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। মনে রাখবেন একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।’’

শাহরুখ লিখেছেন, “কত বার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছে। অনেক সময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি দু’টি জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীর ছাড়া। বাবা নেই যে আর! কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা উপত্যকায় কেটেছে।”

অক্ষয় লিখেছেন, “পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.