স্কুলে গেলেও বিপদ! মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সাপের ছোবল খেল পড়ুয়া। গুরুতর অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে ভর্তির সে। চাঞ্চল্য হুগলির পাণ্ডুয়ায়।
2/8

পাণ্ডুয়ার ভায়ড়া গদাধর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।
3/8

স্কুলের চত্বরে এদিক-সেদিকে ঝোপ জঙ্গল। বৃষ্টি হলে নাকি জলও জমে যায়! স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল চত্বর নিয়মিত পরিষ্কার করা হয় না। সাপের উপদ্রব যথেষ্টই।
4/8

এদিন স্কুলের মাঠে বন্ধু সঙ্গে খেলা করছিলেব বছর আটেকের এক পড়ুয়া। ভায়ড়া গ্রামেরই বাসিন্দা সে।
5/8

হঠাত্ পায়ে ছোবল মারে সাপ। দ্রুত তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান শিক্ষিক-শিক্ষিকারা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বাড়ির লোকেরাও।
6/8

ছেলেটি এখন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালেই চিকিত্সাধীন।
7/8

পান্ডুয়া ব্লক স্বাস্থ্য অধিকারী শেখ মনজুর আলম জানান, ‘সাপে কামড়ানোর সমস্যা নিয়ে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে এসেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আপাতত পান্ডুয়া হাসপাতালে ছাত্র চিকিৎসা চলছে’। সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে সঠিক কি হয়েছে’।
8/8
