তৃতীয় টেস্টে মন্থর বোলিংয়ের জন্য ২ পয়েন্ট কাটা গিয়েছে ইংল্যান্ডের। বেন স্টোকসদের সে কথা আবার মনে করিয়ে দিলেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার উদাহরণ দিয়ে ইংল্যান্ডকে সাবধান করে দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।
লর্ডস টেস্টের পর শাস্ত্রী বলেছিলেন, চেষ্টা করলে ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ পয়েন্টের ক্ষতি সামলে নিতে পারবে। সে জন্য তাদের ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি টেস্টগুলি জেতার চেষ্টা করতে হবে। সেই আশার পর আশঙ্কার কথাও শোনালেন শাস্ত্রী।
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির অন্যতম ধারাভাষ্যকার শাস্ত্রী। তিনি প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়ার উদাহরণ দিয়েছেন। শাস্ত্রী বলেছেন, ‘‘মন্থর বোলিং অস্ট্রেলিয়ার ক্ষতি করেছিল। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে মন্থর বোলিং করায় পয়েন্ট কাটা গিয়েছিল ওদের। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান হারিয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালে চলে গিয়েছিল নিউ জ়িল্যান্ড। এই ব্যাপারগুলো নিয়ে সব সময় সতর্ক থাকা উচিত।’’
শাস্ত্রী আরও বলেছেন, ‘‘যত বেশি সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। সচেতন থাকতে হবে ওভার রেট নিয়ে। জেতার মানসিকতা থাকলেই হবে না। এই ২ পয়েন্টের ক্ষতি সামলাতে হয়তো বেশ কয়েকটি টেস্ট বা ছ’মাস সময় লেগে যাবে। টানা জিততে থাকলে একটা সময় হয়তো এই ২ পয়েন্ট গায়ে লাগবে না। কিন্তু তা না পারলে ২ পয়েন্টই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’’ অন্য দলগুলির ফলাফলও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন শাস্ত্রী।
ইংল্যান্ড এখনও পর্যন্ত এক বারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ পায়নি। এ বার এখনও পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে তারা। প্রথম দু’টি জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। চতুর্থ স্থানে রয়েছে ভারত।