জল্পনাই সত্যি হল। এজবাস্টন টেস্টে খেলানো হচ্ছে না জসপ্রীত বুমরাহকে। ওয়ার্কলোডের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে কোন টেস্টে বুমরাহ খেলবেন তা টসের সময়ই জানিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক শুভমন গিল।
টসে হেরে এজবাস্টনে আগে ব্যাট করছে ভারত। শুভমন বলেন, “বুমরাহ খেলছে না। ওর ওয়ার্কলোডের কথা ভেবে খেলানো হচ্ছে না। বেশ কয়েকটা দিনের বিরতি পেয়েছি আমরা। একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছি। ভাল খেলার ব্যাপারে আশাবাদী। লর্ডসে তৃতীয় টেস্ট হবে। ওখানে বোলারেরা বেশি সুবিধা পায়। তাই লর্ডসে বুমরাহকে খেলাব আমরা।”
শুভমন এ কথা বললেও পরিসংখ্যান বলছে, লর্ডসে ব্যাটারেরাই বেশি সুবিধা পেয়ে এসেছেন। তা ছাড়া এখন লন্ডনে বেশ গরম। বৃষ্টিরও সম্ভাবনা নেই। তাই বুমরাহকে খেলালেও কতটা লাভ হবে এখনই বলা যাচ্ছে না। সেখানে এজবাস্টনে জোরে বোলারেরা সাহায্য পান। বিশেষজ্ঞদের মতে, এজবাস্টনেই বুমরাহকে খেলানো দরকার ছিল।
সুনীল গাওস্কর-সহ ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্টে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু গৌতম গম্ভীরেরা কুলদীপের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নিয়েছেন ব্যাটিংয়ের গভীরতার কথা ভেবে। শুভমন এ প্রসঙ্গে বলেন, “আমরা ওকে খেলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আগের ম্যাচে আমাদের লোয়ার অর্ডার ভাল খেলতে পারিনি। তাই ব্যাটিংয়ে গভীরতা আনতেই ওয়াশিংটনকে দলে নেওয়া হয়েছে।