২৮ বছর ধরে নিখোঁজ। মৃত ভেবে শ্রাদ্ধশান্তিও করে ফেলেছিলেন পরিবারের লোকেরা। SIR শুরু হতেই বাড়ি ফিরলেন উত্তর ২৪ পরগনার বাগদা জগবন্ধু মণ্ডল! হতবাক পরিবারের লোক, পাড়া-প্রতিবেশীরা। তুমুল চাঞ্চল্য় এলাকায়।
2/7
SIR-এর টানে ২ দশক পর বাড়ি ফেরা!

বাগদার মেহেরানি কুরুলিয়া এলাকার বাসিন্দা জগবন্ধু। তিনি যে এখনও বেঁচে আছেন, তা ভাবতেই পারিনি পরিবারের লোকেরা।
3/7
SIR-এর টানে ২ দশক পর বাড়ি ফেরা!

আজ, রবিবার সকালে জগবন্ধুকে দেখে তাজ্জব বনে যান পরিবারের লোকেরা। প্রায় ২৭ বছর পর গ্রামে ফিরে নিজের বাড়িও পাননি জগবন্ধুকেও । তাঁকে চিনতে পেরে বাড়িতে পৌঁছে দেন প্রতিবেশীরাই।
4/7
SIR-এর টানে ২ দশক পর বাড়ি ফেরা!

স্থানীয়রা জানিয়েছেন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে তখন ভরা সংসার। ২৮ বছর আগের গ্রামেরই কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে গুজরাতে যান জগবন্ধু। এরপর বাকি ফিরে এলেও, তিনি আর ফেরেননি।
5/7
SIR-এর টানে ২ দশক পর বাড়ি ফেরা!

বহু খোঁজাখুঁজি করেও জগবন্ধুর আরও খোঁজ মেলেনি। শেষে গুনিন ও জ্যোতিষীরা নিদান দেন যে, তাঁর মৃত্যু হয়েছে। সেইমতোই বছর দুয়েক আগে পাকলৌকিক ক্রিয়াও সেরে ফেলেন পরিবারের লোকেরা।
6/7
SIR-এর টানে ২ দশক পর বাড়ি ফেরা!

প্রতিবেশীরা বলছেন, SIR আতঙ্ক ও নথি সংক্রান্ত জটিলতার কারণেই হয়তো ফিরে এসেছেন জগবন্ধু। কারণ, ২০০২ সালে তালিকায় তাঁর নাম নেই! বাবার নাম অবশ্য আছে।
7/7
SIR-এর টানে ২ দশক পর বাড়ি ফেরা!


