বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় তিনি। কিন্তু এটিপি-র একটা নিয়ম না মানায় চলতি বছরে বাড়তি রোজগারের হাত থেকে বঞ্চিত হলেন ইয়ানিক সিনার। কয়েক কোটি টাকা হারাতে হচ্ছে তাঁকে। এটিপি-র তরফে বছর শেষের বোনাস টাকা পাবেন না তিনি।
দু’বছর আগে এটিপি একটি উদ্যোগ নিয়েছিল যাতে টেনিসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়। তার একটা হল, টেনিস খেলোয়াড়েরা যাতে অর্থের কথা না ভেবে নির্ভয়ে টেনিস খেলতে পারেন। প্রতি বছর বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারমূল্য বাড়ানোর পাশাপাশি, বছর শেষে র্যাঙ্কিংয়ে নীচের দিকে থাকা খেলোয়াড়দের আর্থিক সাহায্য করা হয়। উপরের দিকে থাকা খেলোয়াড়েরাও আর্থিক সাহায্য পান।
২০২৫-এর এটিপি বোনাস পুল অনুযায়ী, র্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এ থাকা খেলোয়াড় আর্থিক সাহায্য পাবেন। এই সাহায্যের মোট পরিমাণ ২.১০ কোটি ডলার বা ১৮৪ কোটি টাকা। গত বারের থেকে এ বারের অর্থ দ্বিগুণ করা হয়েছে। অতিরিক্ত ৩০ লক্ষ ডলার বা ২.৬২ কোটি টাকা দেওয়া হবে।
অর্থাৎ বছর শেষে সিনারের প্রায় ছ’কোটি টাকার বেশি পাওয়ার কথা ছিল। কিন্তু একটা টাকাও পাবেন না। কারণ এটিপি-র নিয়ম অনুযায়ী বছরে ন্যূনতম সংখ্যক মাস্টার্স ১০০০ প্রতিযোগিতা খেলতেই হবে। যদি কেউ চারটের কম খেলেন তা হলে তিনি অর্থ পাবেন না। সিনার সবে দ্বিতীয় মাস্টার্স ১০০০ খেলছেন। চারটের বেশি প্রতিযোগিতায় খেলেননি বলেই অর্থ পাবেন না।
ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বছরের শুরুতে তিন মাস নির্বাসিত ছিলেন সিনার। সেই সময় তিনটে মাস্টার্স খেলতে পারেননি। গত মাসে টরন্টো মাস্টার্স থেকেও নাম তুলে নেন। ফলে চারটে মাস্টার্সে খেলার সুযোগ সেখানেই হাতছাড়া হয়।