আবার বিঘ্নিত মেট্রো পরিষেবা। প্রতি স্টেশনে প্রায় ১০ মিনিট ধরে থমকে রইল দক্ষিণেশ্বরগামী সব মেট্রো। রাত ১০টা নাগাদ সিগন্যাল ঠিক হলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নোয়াপাড়ায় সিগন্যালের সমস্যা ছিল। আপের দিকে মেমো (কাগুজে সিগন্যাল) দিয়ে দমদম থেকে ছাড়া হচ্ছিল দক্ষিণেশ্বরগামী মেট্রো। মেট্রো দেরি করে চলায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ হঠাৎই দক্ষিণেশ্বরগামী ট্রেনগুলি থমকে যায়। একের পর এক স্টেশনেই দাঁড়িয়ে পড়ে মেট্রো। প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরে চলতে শুরু করলেও পরে আবার থমকে যায় পরের স্টেশনে গিয়ে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সিগন্যালে গন্ডগোলের কারণেই বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কাগুজে সিগন্যালে ট্রেন ছাড়তে দেরি হয়। তাই দমদম থেকে দেরিতে ছাড়ছে দক্ষিণেশ্বরগামী মেট্রো। ফলে সব স্টেশনে পর পর দাঁড় করিয়ে রাখতে হচ্ছিল। শুধু আপ লাইনেই সমস্যা ছিল।
এর ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অনেকেই কাজ সেরে মেট্রোর দমদমে নেমে লোকাল ট্রেন ধরেন। পরিষেবা বিঘ্নিত হওয়ায় তাঁরা বাড়ি ফেরার ট্রেন ধরতে পারেননি।