ভারতীয় দলের অন্দরে আরও একটা দল রয়েছে। না, মাঠে সকলে এক হয়ে লড়লেও মাঠের বাইরে আরও একটা দল তৈরি হয়ে যায়। তাদের কাজ হল হোটেলে ফিরে প্লে-স্টেশনে ‘ফিফা’ (ভিডিয়ো গেম) খেলা। সেই দল চেয়েছিল জসপ্রীত বুমরাহকে নিজেদের দিকে টানতে। তার জন্য তাঁকে ‘হুমকি’ দিয়েছিলেন সতীর্থেরা। সে কথা ফাঁস করেছেন চেতেশ্বর পুজারা। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের সময় সেই ঘটনা ঘটেছিল।
পুজারা নিজেই সেই দলে ছিলেন। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুজারা বলেন, “আমাদের একটা দল ছিল। সেখানে আমি, শুভমন গিল, ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহা ছিলাম। আমরা সফর চলাকালীন প্লে-স্টেশনে ফিফা খেলতাম। আমরা বুমরাহকে বলেছিলাম, আমাদের সঙ্গে খেলতে। কিন্তু ও রাজি হচ্ছিল না। তখন আমরা ওকে হুমকি দিয়েছিলাম। বলেছিলাম, তোমার বলে একটাও ক্যাচ ধরব না। তবে ও রাজি হয়েছিল।” তাঁদের সঙ্গে ভিডিয়ো গেম খেললেও বুমরাহ খুব একটা সাবলীল ছিলেন না। তাঁকে সাহায্য করতে হত বলে জানিয়েছেন পুজারা।
বুমরাহ সাধারণত মাঠের বাইরে খুব শান্ত থাকেন। বিশেষ কথা বলেন না। কানে হেডফোন গুঁজে নিজের মধ্যেই থাকেন। দলে ঢোকার পর থেকে বুমরাহকে এ ভাবেই দেখেছেন পুজারা। সেই কারণেই তাঁরা ঠিক করেছিলেন ভারতীয় পেসারকে তাঁদের ভিডিয়ো গেমের দলে ঢোকাতে হবে। তবে সেটা করতে গিয়ে ‘হুমকি’ পর্যন্ত দিতে হয়েছিল তাঁদের।
পুজারা অবসর না নিলেও দীর্ঘ দিন ভারতীয় দলে সুযোগ পান না। চলতি ইংল্যান্ড সফরে তিনি ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। মাঝেমধ্যেই মাঠে ভারতীয় ক্রিকেটারদের সাক্ষাৎকারও নিচ্ছেন। তার মধ্যে কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে বুমরাহ, পন্থ, শুভমনেরা রয়েছেন। পন্থের সঙ্গে কথা বলার সময়ও ভিডিয়ো গেমের কথা ওঠে। পন্থ পুজারাকে জিজ্ঞাসা করেন যে তিনি এখন কতটা ভিডিয়ো গেম খেলছেন। জবাবে পুজারা জানান, এখনও খেলেন। তবে সকলের সঙ্গে মিলে হোটেলে যে ভাবে মজা করে খেলতেন তার অভাব বোধ করেন তিনি।