ঠিক চার দিন আগেই জাতীয় দলের সিনিয়র নির্বাচক কমিটির বৈঠকে, শুভমন গিলকে (Shubman Gill) দেশের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) জুতোয় পা গলিয়েছেন শুভমন। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজই হবে অধিনায়ক হিসেবে শুভমনের প্রথম অ্যাসাইনমেন্ট। তাঁর নেতৃত্বেই ভারত ১৮ সদস্যের শক্তিশালী দল বেছে নিয়েছে। শুভমন যখন আইপিএল (IPL 2025) প্লেঅফের প্রস্তুতিতে মগ্ন, তখনই তাঁকে নিয়ে চলে এল বিরাট আপডেট! ইংল্যান্ড যাওয়ার আগেই বড় ধাক্কা খেল ভারত!
এক সর্বভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে গিলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক সূত্রকে উদ্ধৃত করে সেই মিডিয়ার রিপোর্ট, ‘ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল সম্ভবত নর্থাম্পটনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না, যা ৬ জুন অনুষ্ঠিত হবে। গিল বর্তমানে আইপিএলের হয়ে গুজরাত টাইটান্সের নেতৃত্ব দিচ্ছেন, যারা প্লেঅফের জন্য যোগ্যতা অর্জন করেছে। ফাইনালটি ৩ জুন হবে এবং যদি শুভমনের টিম ফাইনাল খেলে, তাহলে দু’দিনের মধ্যে ইংল্যান্ডে পৌঁছানো বেশ কঠিন হবে। ৪৬ দিনের সফর শুরুর আগে টিম ম্যানেজমেন্ট শুভমনকে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
টেস্ট অধিনায়ক হিসেবে গিল যখন তাঁর প্রথম সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন ঐতিহ্যবাহী অনুশীলন ম্যাচের চেয়ে কৌশলগত প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত তাঁর বর্তমান গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি একটি চিন্তাশীল দৃষ্টিভঙ্গির ইঙ্গিতবাহী। ২০ জুন হেডিংলিতে ভারত যখন মাঠে নামবে, তখন এই প্রস্তুতি কৌশলটি কীভাবে পারফরম্যান্সে রূপান্তরিত হবে, তা দেখার জন্য ক্রিকেট বিশ্বের চোখ থাকবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দু’জনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হবে বিরাট-রোহিতকে ছাড়া। খেলার দীর্ঘতম সংস্করণ থেকে কোহলির অবসরের পর, সাই সুদর্শন এবং করুণ নায়ারদের মিডল-অর্ডারে যুক্ত করা হয়েছে। বোলিং বিভাগে জসপ্রীত বুমরা ইংল্যান্ডের মাটিতে পেস ব্রিগেডের নেতৃত্ব দেবেন। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং এবং শার্দূল ঠাকুররা দলের অন্যান্য ফাস্ট বোলার।