পৃথিবীতে ফেরার প্রস্তুতি সবকিছু ঠিকঠাক চললে SpaceX’s Dragon স্পেসক্রাফট ৫৮০ পাউন্ড পে লোড নিয়ে পৃথিবীতে ফিরবে
1/6
কবে শুভাংশুদের ঘরে ফেরা

ইতিমধ্য়েই পিছিয়ে গিয়েছে শুভাংশু শুক্লাদের পৃথিবীতে ফেরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ জুলাই অর্থাত্ সোমবার পৃথিবীতে ফেরার কথা থাকলেও ১৫ জুলাই পৃথিবী ছুঁতে পারেন ভারতের এই মহাকাশচারী।
2/6
নাসা

নাসা জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে শুভাংশু শুক্লাদের মহাকাশযানের আন ডকিং থেকে শুরু করে তাদের পৃথিবীকে ফেরা লাইভ টেলিকাস্ট করা হবে।
3/6
আনডকিং

নাসার তরফে জানা গিয়েছে শনিবার বিকেল ৪টে ১৫ মিনিট থেকে আনডকিং প্রক্রিয়া শুরু হয়েছে। পৃথিবীতে ফেরার প্রস্তুতি সবকিছু ঠিকঠাক চললে SpaceX’s Dragon স্পেসক্রাফট ৫৮০ পাউন্ড পে লোড নিয়ে পৃথিবীতে ফিরবে। এরপর তাদের ৭ দিন রিহ্যাবে থাকতে হবে।
4/6
কবে যাত্রা করেছিলেন শুভাংশুরা

গত ২৫ জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে SpaceX Falcon 9 রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেন শুভাংশুরা। ২৬ জুন বিকেল ৪টে ৫ মিনিটে শুভাংশুদের যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করে।
5/6
কী গবেষণা হল

গত ১৭ দিনের অবস্থানকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৬০ ধরনের গবেষণা করেছেন শুভাংশু ও তাঁর সঙ্গী মহাকাশচারীরা। এরমধ্যে রয়েছে মাইক্রোগ্রাভিটি, মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ও ভবিষ্যতে মহাকাশযাত্রা সম্পর্কিত কিছু বিষয়। এর মধ্য়ে বিশেষভাবে উল্লেখযোগ্য হল মহাকাশে ভরশূন্য অবস্থায় কীভাবে অ্য়ালগি বেঁচে থাকে, জিরো গ্রাভিটিতে কী ভাবে মানুষের স্বর বদল হয়।
6/6
কীভাবে দেখবেন
