এক দিনের ক্রিকেট থেকে কি সত্যিই সরে যাওয়া উচিত রোহিত-কোহলির? উত্তর দিলেন সৌরভ

অক্টোবরে অস্ট্রেলিয়া সিরি‌জ়ের পরেই এক দিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সরে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তাদের ২০২৭ বিশ্বকাপের ভাবনায় রাখছে না বোর্ড। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, এই দুই ক্রিকেটার যদি ভাল খেলেন তা হলে খেলা চালিয়ে যাওয়া উচিত।

এ দিন কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকে সম্ভাব্য অবসর নিয়ে প্রশ্ন করা হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি বিষয়টা জানি না। তাই মন্তব্য করা ঠিক হবে না।” তবে সৌরভের মতে, একমাত্র পারফরম্যান্সই রোহিত-কোহলির ক্রিকেটজীবন দীর্ঘায়িত করতে পারে।

সৌরভ বলেন, “জানি না ওরা অবসর নেবে কি না। তবে যে পারফর্ম করবে সে খেলবে। যদি দু’জনেই ভাল খেলে তা হলে খেলা চালিয়ে যাওয়া উচিত। এক দিনের ক্রিকেটে কোহলির পরিসংখ্যান অসাধারণ। রোহিতেরও তাই। দু’জনেই সাদা বলের ক্রিকেটে খুবই ভাল খেলেছে।”

আসন্ন এশিয়া কাপে ভারতকেই ট্রফি দাবিদার হিসাবে বেছে নিয়েছেন সৌরভ। তাঁর কথায়, “ক্রিকেটারেরা এখন বিশ্রামে রয়েছে। আইপিএলের পর থেকে পাঁচটা টেস্ট খেলেছে। ভারত এমনিতেই শক্তিশালী দল। সাদা বলের ক্রিকেটে আরও বেশি শক্তিশালী। তাই আমার মতে ভারতই ফেভারিট। দুবাইয়ের পিচে ওদের হারানো খুবই কঠিন কাজ হবে।”

উল্লেখ্য, রবিবার ‘দৈনিক জাগরণ’ এক রিপোর্টে জানিয়েছে, বিরাট ও রোহিতকে যে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের দলে রাখা হবেই তেমন কোনও কথা বোর্ড দিতে পারছে না। কারণ, সেই বিশ্বকাপের আগে ভারতের এক দিনের সিরিজ় খুব বেশি নেই। তাই দুই ক্রিকেটারকে দলে রাখা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক সূত্র ‘দৈনিক জাগরণ’-কে বলেছেন, “২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে তাতে কোহলি ও রোহিত নেই।” রিপোর্টে বলা হয়েছে, রোহিত ও কোহলি ইংল্যান্ড সফরেও যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের জানিয়ে দেওয়া হয়েছিল যে দলে নেওয়া হবে না। সে কথা শোনার পরেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তাঁরা।

রিপোর্টে বলা হয়েছে, বোর্ড কোহলি ও রোহিতকে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেবে। ডিসেম্বর থেকে শুরু সেই প্রতিযোগিতা। একমাত্র ঘরোয়া এই ৫০ ওভারের প্রতিযোগিতা খেললে তবেই ভারতের এক দিনের বিশ্বকাপের দলে তাঁদের ঢোকার সম্ভাবনা থাকবে। কিন্তু যা পরিস্থিতি তাতে রোহিত ও কোহলির বিজয় হজারেতে খেলার সম্ভাবনা খুব কম। ফলে তাঁদের এক দিনের ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে সে দেশে যাবে ভারত। সেখানে রোহিত, কোহলির খেলার কথা। রিপোর্টে দাবি করা হয়েছে, সেই সিরিজ় শেষে এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন দুই ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.