ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলছে ভারতের মহিলা দল। প্রথম ম্যাচের পর ভারতের মহিলা ক্রিকেটার প্রতীকা রাওয়ালকে শাস্তি দিল আইসিসি। ইংল্যান্ড দলও শাস্তি পেয়েছে অন্য একটি অপরাধে।
প্রতীকার ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাঁর নামের পাশে। দু’টি অপরাধ করেছেন তিনি। ভারতের ইনিংসের ১৮তম ওভারে প্রথম অপরাধটি করেন। খুচরো রান নিতে গিয়ে ধাক্কা মারেন ইংল্যান্ডের লরেন ফিলারকে। পরের ওভারে তিনি আউট হন। সাজঘরে ফেরত যাওয়ার সময় বোলার সোফি একলেস্টোনকে ধাক্কা দেন। দুই ক্ষেত্রেই শারীরিক সংঘর্ষ এড়ানো যেত বলে মনে করছে আইসিসি। গত ২৪ মাসে এটি প্রতীকার প্রথম অপরাধ বলে তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ইংল্যান্ড শাস্তি পেয়েছে মন্থর গতিতে বল করায়। নির্ধারিত সময় হয়ে যাওয়ার পরও এক ওভার কম বল করেছিল তারা। তাই দলের প্রত্যেকের পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানা হিসাবে কাটা হয়েছে।
যদিও পরে প্রতীকা জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে ওই কাজ করেননি। তাঁর কথায়, “মোটেই ইচ্ছাকৃত কাজ নয়। আমি নিজের রাস্তাতেই দৌড়চ্ছিলাম। বুঝতেই পারিনি কেউ সামনে রয়েছে। তবে এটা নিয়ে বেশি কথা বলে বিতর্ক তৈরি করার অর্থ নেই।”