আইপিএলের মাঝে খুনের হুমকি মহম্মদ শামিকে। রবিবার ইমেল করে ভারতীয় দলের জোরে বোলারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তাঁর ভাই মহম্মদ হাসিব উত্তরপ্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন।
রাজপুত সিন্দার নামে এক ব্যক্তি খুনের হুমকি দিয়ে ইমেল করেছেন বাংলার ক্রিকেটারকে। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন শামির পরিবারের সদস্যেরা। বিএনএসের ৩০৮ (৪) ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের ৬৬ডি এবং ৬৬ই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরোহার এসপির নির্দেশে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সব দিক। অভিযুক্ত ব্যক্তি অচেনা বলে জানিয়েছেন শামির ভাই। কী কারণে শামিকে খুনের হুমকি দেওয়া হল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যেরা।
এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত শামি। এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে ছ’টি উইকেট পেয়েছেন তিনি। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে খেলার সুযোগ পাননি বাংলার ক্রিকেটার। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শামি।