মহম্মদ শামি কি গৌতম গম্ভীরের পরিকল্পনায় নেই? একটি টেলিভিশন অনুষ্ঠানে বাংলার জোরে বোলার সম্পর্কে ভারতীয় দলের কোচের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। গম্ভীর বলেছেন, দু’বছর শামিকে সাজঘরে দেখতে পাননি তিনি।
‘কপিল শর্মা শো’য়ের একটি পর্বে অতিথি হিসাবে এসেছিলেন গম্ভীর। তাঁর সঙ্গে ছিলেন ঋষভ পন্থ, যুজবেন্দ্র চহাল এবং অভিষেক শর্মা। পর্বটির এখনও সম্প্রচার হয়নি। প্রচারের জন্য দেড় মিনিটের একটি প্রোমো তৈরি করেছে সংশ্লিষ্ট চ্যানেলটি। তাতে গম্ভীরের মুখে শামি সম্পর্কে যেটুকু মন্তব্য শোনা গিয়েছে, তা থেকেই তৈরি হয়েছে জল্পনা।
সঞ্চালক কপিল প্রশ্ন করেছিলেন, ভারতের সাজঘরে সবচেয়ে বেশি অভিযোগ কার থাকে? অভিষেক বলেন, ‘‘আমি সবে এক বছর দলে এসেছি। খুব বেশি জানি না। আমার পক্ষে বলা সম্ভব নয়। পাজি (পন্থকে দেখিয়ে) উত্তর দিতে পারবে।’’ হাসতে হাসতে পন্থ বলেন, ‘‘সব খারাপ কাজ আমাকে দিয়েই করানো হয়। শামি ভাই।’’ তাঁর কথা প্রায় লুফে নিয়ে গম্ভীর বলে ওঠেন, ‘‘ও বলে, দু’বছর হয়ে গেল জামাইবাবু (শামি) ঘরে আসেনি।’’ গম্ভীরও হাসতে হাসতে মন্তব্য করেছেন। এর পর তিনি শামিকে নিয়ে আর কোনও মন্তব্য করেছেন কি না, তা জানা যায়নি।
টেলিভিশনের অনুষ্ঠানে তিন ক্রিকেটার নিজেদের মধ্যে প্রচুর মজা করেছেন। কোনও কোনও সময় কোচকেও ছাড় দেননি। একটা অংশে পন্থকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার নাম পন্থ, আমাকে কেউ সন্ত (সাধু) ভাববেন না।’’ অনুষ্ঠানের শুরুতে গম্ভীরকে কপিলের প্রশ্ন ছিল, ‘‘কোচ সাহেব, আপনি কি অনুমতি দিচ্ছেন? আজ কি ওরা একটু মজা করতে পারে?’’ জবাবে গম্ভীর বলেন, ‘‘আমাকেই তো ওদের থেকে অনুমতি নিতে হয়।’’ গম্ভীরের দিকে তাকিয়ে কপিল প্রশ্ন করেন, ‘‘আপনি সব সময় এত সিরিয়াস কেন থাকেন?’’ উত্তরে হাসিমুখে গম্ভীর বলেছেন, ‘‘আমি সিরিয়াস থাকি যাতে বাকিরা হাসতে পারে। কাউকে না কাউকে এই ভূমিকাটা পালন করতেই হয়।’’
মজা, হাসির আবহে কথা হলেও শামি সম্পর্কে গম্ভীরের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ খেলার সময় চোট পেয়েছিলেন শামি। অস্ত্রোপচার করিয়ে দীর্ঘ দিন পর গত বছর ঘরোয়া মরসুমে খেলায় ফেরেন। ভারতীয় দলে ফেরেন গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। প্রায় দু’বছর টেস্ট ক্রিকেট খেলেননি শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েও দলে রাখা হয়নি বাংলার বোলারকে। গম্ভীর হয়তো টেস্ট সিরিজ়ের আগে শুটিং হওয়া ‘কপিল শর্মা শো’য়ের পর্বটিতে সে কথাই বোঝাতে চেয়েছেন।