ইডেনে ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হয়নি মহম্মদ শামির। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলেননি তিনি। শামিকে বাইরে রেখেই দল গড়েছিল ভারত। কেন শামিকে নেওয়া হয়নি সে বিষয়ে কিছু বলেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কি খেলবেন শামি? এই বিষয়ে নিয়ে মুখ খুললেন আরশদীপ সিংহ। তবে তাঁর কথাতেও ধোঁয়াশা রয়েছে।
ইডেনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দেন আরশদীপ। নতুন বলে দুই উইকেট নেন তিনি। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন এই বাঁহাতি পেসার। খেলা শেষে শামিকে নিয়ে প্রশ্নের জবাবে আরশদীপ বলেন, “আর কয়েকটা দিন অপেক্ষা করুন। শামিকে সকলেই বল করতে দেখবেন। আশা করি, সকলেই উপভোগ করবেন।” আরশদীপের কথা থেকে পরিষ্কার, আরও কিছু দিন পরে খেলতে নামবেন শামি। কিন্তু সেটা কত দিন পরে তা বলেননি আরশদীপ। শনিবার চেন্নাইয়ে, না কি তার পরে মঙ্গলবার রাজকোটে শামি নামবেন? উত্তর অজানা।
শামির প্রত্যাবর্তন নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন আরশদীপ। অনুশীলনে শামিকে ছন্দে দেখা যাচ্ছে। আরশদীপ বলেন, “আগের দিন অনুশীলনে ওর হাত থেকে যে ভাবে বল বার হচ্ছিল, তা দেখে অবাক হচ্ছিলাম। ভাবছিলাম, কী ভাবে এক জন এ রকম নিয়ন্ত্রণ রাখতে পারে। শামি ভাইকে দেখে মনে হচ্ছিল ২২ বছরের এক তরুণ বল করছে। আগামী দিনে সকলে সেটা দেখতে পাবেন।”
শনিবার ইডেনে খেলা শুরুর আগে নেটে বল করতে দেখা যাচ্ছিল শামিকে। তাঁর দু’পায়ের হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা থাকলেও পুরো রান আপে বল করছিলেন তিনি। তাঁকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে জসপ্রীত বুমরাহ খেলতে না পারলে শামিকে বড় দায়িত্ব নিতে হবে। সেই কারণেই হয়তো ধীরে ধীরে শামিকে খেলানোর পরিকল্পনা করেছে ম্যানেজমেন্ট। তিনি কবে মাঠে নামেন, সে দিকেই তাকিয়ে সকলে।