ত্রিদেশীয় সিরিজ়ে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচ উত্তপ্ত হয়ে উঠেছিল দুই ক্রিকেটারের ঝামেলায়। মাঠেই বাদানুবাদে জড়িয়েছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিৎজ়কে। সেই ঘটনার জেরে জরিমানা হলেও থামছেন না শাহিন। জানালেন, ইচ্ছে করেই ব্রিৎজ়কেকে রাগিয়ে দিয়েছিলেন তিনি।
সেই ম্যাচে ১৫০ রান করেছিলেন ব্রিৎজ়কে। তবে ম্যাচটি জেতে পাকিস্তানই। তবে ব্রিৎজ়কে ব্যাট করার সময় একটি রান নেওয়ার মুহূর্তে তাঁর পথ আটকে দাঁড়িয়েছিলেন শাহিন। সে সময় দুই ক্রিকেটারের তর্ক হয়। তার আগের বলেই একটি শট খেলতে গিয়ে মিস্ করেন ব্রিৎজ়কে। শাহিনকে ব্যাট দিয়ে মারার ভঙ্গি করেন। সেটা নিয়েও তর্ক হয়।
পরে শাহিন জানিয়েছেন, ব্রিৎজ়কেকে রাগিয়ে দেওয়া তাঁর কৌশল ছিল, যাতে বিপক্ষ ব্যাটার মনঃসংযোগ হারিয়ে ফেলেন। সেই ম্যাচে ব্রিৎজ়কে ৮৩ রান করেন। যদিও ছয় উইকেট বাকি থাকতেই রেকর্ড রান তাড়া করে জিতে যায় পাকিস্তান।
শাহিন বলেছেন, “ওই প্রথম বার ম্যাথু কোনও কথা বলেনি। আমি উইকেট পেতে ক্রমাগত ওকে উত্যক্ত করছিলাম। তবে মাঠে যা হয়েছে সেটা ওখানেই ফেলে এসেছি। পরে ম্যাথুর সঙ্গে দেখা হয়, হাত মেলাই। আমরা আবার বন্ধু হয়ে গিয়েছি।”
পাকিস্তানের পেসারের ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। তাতে অবশ্য ভ্রূক্ষেপ নেই শাহিনের। তিনি চিন্তিত ডেথ ওভারে দলের বোলিং নিয়ে। বলেছেন, “মানতেই হবে শেষের দিকে ওভারগুলোয় আমরা ভাল বল করতে পারছি না।”