সংসদে শাহ-সুকান্ত বৈঠক, রাজ্যের ভোটার তালিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ, কথা বঙ্গের বিধানসভা নির্বাচন নিয়েও

পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ রাজ্য বিজেপি। সোমবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফের সাক্ষাৎ করলেন শাহের সঙ্গে। বিজেপি সূত্রের দাবি, এ রাজ্যের ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে শাহের কাছে অভিযোগ জানিয়েছেন সুকান্ত। একই অভিযোগ তুলে ধরে কলকাতাতেও সোমবার সাংবাদিক বৈঠক করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও শাহ-সুকান্ত বৈঠকে কথা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

সংসদে শাহের দফতরে গিয়ে সুকান্ত তাঁর সঙ্গে দেখা করেছেন। উত্তর চব্বিশ পরগনার বাগদা এবং নদিয়ার কৃষ্ণনগর-২ ব্লকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে তৃণমূল বাদ দিতে চাইছে বলে বিজেপি সোমবার সকাল থেকেই অভিযোগ তোলা শুরু করেছিল। ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে যাঁরা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, তাঁদের এখন বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে বিজেপির দাবি। যাঁরা উদ্বাস্তু বা শরণার্থী হয়ে এসেছিলেন, তাঁরা আগেই বিভিন্ন সময়ে এ দেশের নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। তার পরেও যাঁদের নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশের অবকাশ ছিল, তাঁদেরকে বৈধতা দিতে কেন্দ্রীয় সরকার সংসদে সিএএ পাশ করায় ২০১৯ সালেই। তা সত্ত্বেও বাংলাদেশ থেকে আসার অজুহাত দেখিয়ে এখন ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার চেষ্টা বেআইনি বলে বিজেপির দাবি। শাহের সঙ্গে দেখা করে সুকান্ত এই বিষয়টি জানিয়ে এসেছেন বলে খবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। কিন্তু শাহের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে সুকান্ত কোনও মন্তব্য করতে চাননি।

সোমবার বিকেলে কলকাতায় বিজেপির রাজ্য দফতরে শুভেন্দুও একই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মণ। শুভেন্দু বলেন, ‘‘তৃণমূল যে অভিযোগ বিডিওদের কাছে জানিয়েছে, তার জন্য ফর্ম ৭ পূরণ করতে হয়। তা না করে সাদা কাগজে তৃণমূলের ব্লক সভাপতি অভিযোগ জমা দিয়েছেন। সেই অভিযোগ গ্রাহ্যই হওয়া উচিত নয়। তাও বিডিও ওই অভিযোগ গ্রহণ করেছেন।’’ শুভেন্দুর কথায়, ‘‘আইন অনুযায়ী, কোনও ভোটারের বিরুদ্ধে এই রকম অভিযোগ যিনি তুলছেন, অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্বও তাঁরই। কিন্তু বিডিও সে আইন মানছেন না। যাঁদের নামে অভিযোগ করা হয়েছে, তাঁদেরকেই চিঠি পাঠিয়ে বিডিও বলছেন, আপনারা প্রমাণ দিন যে, আপনারা বাংলাদেশি নন।’’

রামনবমীর পরে বিষয়টি নিয়ে বিজেপি মাঠে নামবে এবং সংশ্লিষ্ট বিডিও অফিসে ধর্নায় বসবে বলে শুভেন্দু ঘোষণা করেন। তাতেও কাজ না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ধর্না দেওয়া হবে বলেও তিনি জানান। শুভেন্দু আরও জানান যে, সুকান্তের নেতৃত্বে দিল্লিতেও এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে। কিন্তু সুকান্ত যে সোমবারই সে কাজ সেরে ফেলবেন, তা তখনও জানা যায়নি। বিজেপি সূত্রের খবর, বিকেল ৩টের পর শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দেখা করেন। তাঁদের মধ্যে ১৫ মিনিট বৈঠক হয়। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, তা সুনিশ্চিত করার আর্জি শাহের কাছে জানিয়ে এসেছেন সুকান্ত। বিজেপি সূত্রের খবর, প্রয়োজন হলে এই বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সাংসদেরা সুকান্তের নেতৃত্বে ফের জাতীয় নির্বাচন কমিশনে যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.