আগামী বুধবারের মধ্যে বাণিজ্য নিয়ে বেশ কিছু বড় ঘোষণা করতে পারে আমেরিকা। রবিবার এমনটাই আভাস দিয়েছেন সে দেশের রাজস্বসচিব স্কট বেসান্ত। আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার (৯ জুলাই) সেই স্থগিতকালের মেয়াদ শেষ হচ্ছে। সংবাদমাধ্যম ‘সিএনএন’কে বেসান্ত জানান, সময়সীয়া শেষ হওয়ার আগে বেশ কয়েকটি বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলার মুখে পৌঁছে গিয়েছে আমেরিকা।
চিন, ব্রিটেন এবং ভিয়েতনামের সঙ্গে ইতিমধ্যে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনা এখনও চলছে। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও আমেরিকায় পৌঁছে গিয়েছেন। ভারত-সহ বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া চালাচ্ছে ট্রাম্পের প্রশাসন। এরই মধ্যে রবিবার এই মন্তব্য করেন ট্রাম্প রাজস্বসচিব। বেসান্ত আরও জানান, শুল্ক কমানোর কথা বলে ১০০টি দেশকে চিঠি পাঠাবেন ট্রাম্প। সময়সীমার মধ্যে ওই দেশগুলি মার্কিন পণ্যের উপর শুল্ক না কমালে আগামী ১ অগস্ট থেকে ওই দেশগুলির উপর চড়া হারে শুল্ক (২ এপ্রিলের ঘোষণা অনুসারে) চাপানো হবে।
তবে ট্রাম্পের এই হুঁশিয়ারির সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির কোনও সম্পর্ক নেই। কারণ বেসান্ত জানিয়েছেন, ছোট ছোট কিছু রাষ্ট্র, যেগুলির সঙ্গে আমেরিকার খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক নেই, তাদেরই এই চিঠি পাঠানো হবে। বস্তুত, গত ২ এপ্রিল ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের পণ্যে শুল্কের পরিমাণ ছিল ২৬ শতাংশ। পরে ওই শুল্কনীতির উপর স্থগিত রাখেন ট্রাম্প এবং ন্যূনতম ১০ শতাংশ শুল্ক ধার্য করেন। তবে ট্রাম্প ঘোষিত সময়সীমার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত না-হলে আবার দেশগুলির উপর আগের মতো শুল্ক আরোপ করতে পারে আমেরিকা। শুল্ক স্থগিত রাখার সময়সীমা যে আমেরিকার আর বৃদ্ধি করার ইচ্ছা নেই, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন।
বস্তুত, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে সূত্রের খবর, কথাবার্তা শেষ পর্যায়ে পৌঁছোলেও কিছু বিষয়ে একমত হতে পারছে না নয়াদিল্লি এবং ওয়াশিংটন। এরই মধ্যে গত শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়ে দিয়েছেন, কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে আমেরিকার সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি সই করবে না ভারত।