ঘুমের ওষুধ স্প্রে করে চুরি হয়ে গেল পাশাপাশি সাত’টি বাড়িতে। নগদ ও গয়নাগাটি মিলিয়ে খোয়া গিয়েছে কয়েক লক্ষাধিক টাকার জিনিস। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার মহৎপুর গ্রামে। গ্রামবাসীরা জানায়, ঘুমের ওষুধ এতটাই জোরালো ছিল যে সোমবার সকাল দশটা পর্যন্ত ঘুম ভাঙেনি ওই পরিবারের কয়েক জনের।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আনুমানিক রাত একটা নাগাদ চোরের দল গ্রামে ঢোকে। এরপর গ্রামবাসী পার্থ ঘোষ, প্রভাত ঘোষ, আব্দুর রাজ্জাক মন্ডল সহ সাতজনের বাড়ির তালা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের আবারপত্র লণ্ডভণ্ড করে আলমারির মধ্যে থেকে সোনার গয়না নাগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷
গ্রামেই স্বপ্না দাস নামে এক গৃহবধূর বাড়ি থেকে নগদ এক লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বপ্না দাস বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে চোরেরা মুখে গামছা বাঁধা অবস্থায় ছিল। যাদিও তারা কেউ বাড়িতে ছিলেন না। বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে লুটপাট চালায় ঘরে। তাঁর আলমারিতে জমি বিক্রির টাকা ছিল।
পরপর সাতটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোপালনগর থানার পুলিশ। চোরদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।