রেলপথে বাড়ছে মহিলা যাত্রীদের সংখ্যা। এতটাই যে, মাতৃভূমি লোকাল চালিয়েও আর পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। শিয়ালদহে প্রতিটি লোকাল ট্রেনেই এবার আরও একটি বগি মহিলাদের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিল রেল।
2/8

ভারতের অন্যতম ব্যস্ত রেলস্টেশন শিয়ালদহ। প্রতিদিন গড়ে প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রীদের যাতায়াত করে এই স্টেশন দিয়েই।
3/8

শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ। শিয়ালদহ থেকে তিন শাখায় শহরতলির বিভিন্ন রুটে চলে লোকাল ট্রেন।
4/8

পড়াশোনা বা চাকরি সুবাদেও এখন রেলপথে মহিলারা যাতায়াতও অনেকটাই বেড়েছে। ব্যতিক্রম নয় শিয়ালদহও।
5/8

শিয়ালদহে বিভাগে তিন শাখাতেই প্রচুর মহিলা যাত্রী যাতায়াত করেন।
6/8
