পুজোর মুখে সুখবর। শিয়ালহ থেকে আরও ২ শাখায় এবার চলবে এসি লোকাল ট্রেন। আপ আর ডাউন মিলিয়ে মোট চারটে। ৫ সেপ্টেম্বর থেকে চাচলু পরিষেবা।
1/10

অয়ন ঘোষাল: পুজোর মুখে সুখবর। শিয়ালদহ ডিভিশনে আরও দুই শাখায় চালু হচ্ছে এসি লোকাল। আপ আর ডাউন মিলিয়ে মোট চারটে। কবে? চলতি মাসেই। ৫ সেপ্টেম্বর থেকে এসি লোকালে যাতায়াত করতে পারবেন রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার যাত্রীরাও।
2/10

গলদঘর্মে হয়ে ‘ডেইলি প্যাসেঞ্জারি’র দিন শেষ। লোকাল ট্রেনেও এখন এসি!
3/10

পূর্ব ভারতে প্রথম এই পরিষেবা চালু হয়েছে পশ্চিমবঙ্গেই। শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে চলছে এসি লোকাল।
4/10

দিনের ব্যস্ত সময়েই এসি লোকাল চলে শিয়ালদহ-রানাঘাট শাখায়। সকালে রানাঘাট থেকে শিয়ালদহ আসে, আবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে ফেরে রানাঘাটে।
5/10

পুজো আসছে। জেলা ও শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখতে আসবেন বহু মানুষ। ভিড় বাড়বে রেলপথে।
6/10

পুজোর আগেই এবার রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
7/10

রেলের তরফে জানানো হয়েছে, , রানাঘাট থেকে নতুন এসি লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে। বনগাঁ হয়ে সেই ট্রেন সকাল ৯টা ৩৭ মিনিটে পৌঁছবে শিয়ালদহ।
8/10

ফিরতি পথে শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছেড়ে রাত ৮টা ০৪ মিনিটে বনগাঁ আর রাত ৮টা ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে যাবে এসি লোকাল।
9/10

শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায়ও এক জোড়া এসি লোকাল চলবে। শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল ৯টা ৪৮ মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছোবে বেলা ১২টা ০৭ মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর দেড়টা নাগাদ ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে দুপুর ৩টে ৪০ মিনিটে।
10/10
