শীতকাল আসার আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বড় অংশ দখলে নেওয়ার পরিকল্পনা করছেন বলে গত মাসেই পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ দাবি তুলেছিল। কার্যত সেই পূর্বাভাস সত্যি প্রমাণ করে ইউক্রেনের উত্তর এবং পূর্ব সীমান্তে একযোগে স্থল অভিযান শুরু করেছেন লক্ষাধিক রুশ সেনা। পাশাপাশি, সোমবার যুদ্ধের ১২৫০তম দিনে নতুন করে ইউক্রেনের রাজধানী কিভে হামলা চালিয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনী।
তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিভ আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরেই গত শুক্রবার থেকে নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ। কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি ওল্ডবাস্ট প্রদেশে একটি অসামরিক যাত্রিবাহী বাস উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে! ওই ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের ডনবাসের (ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) একাংশ দখলেরও দাবি করেছে রুশ সংবাদ সংস্থা ‘তাস’। জ়াপোরিঝিয়া, খারকিভ, ওডেসার মতো এলাকাতেও রুশ বাহিনীর হামলা হয়েছে।
পাল্টা রাশিয়ার সেন্ট পিটসবার্গে (সাবেক নাম লেনিনগ্রাড) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী। ‘তাস’ জানিয়েছে, হামলার কারণে ৫৭ উড়ানে দেরি হয়েছে। ২২টি উড়ান অন্য পথে ঘুরিয়ে দিতে হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন। সে বছরেরই মে মাসে উত্তর ও পূর্ব ইউক্রেনের জ়াপোরিঝিয়া, খারকিভ, ওডেসা-সহ বিভিন্ন এলাকার দখল নিয়েছিল পুতিনসেনা। কিন্তু ২০২৩ সালে শীতের পর তার বড় অংশই পুনর্দখল করেছিল জ়েলেনস্কির বাহিনী।