‘রাশিয়া কাগুজে বাঘ, ইউক্রেন জিতে যেতে পারে যুদ্ধে’! ট্রাম্প অবস্থান বদলাতেই পুতিনের দেশ পাল্টা হুঁশিয়ারি দিল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি জানিয়ে দিলেন, মস্কোর বিরুদ্ধে লড়ে নিজেদের ভূখণ্ড অটুট রাখার ক্ষমতা রয়েছে কিভের। তিনি বলেন, ‘‘নেটোর (আমেরিকা এবং তার সামরিক সহযোগী দেশগুলির জোট) সাহায্য নিয়ে যুদ্ধ করে ইউক্রেন তার হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে।’’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীকে ‘কাগুজে বাঘ’ বলে খোঁচা দিয়ে ট্রাম্প বুধবার বলেন, ‘‘উদ্দেশ্যহীন ভাবে ওরা সাড়ে তিন বছর ধরে লড়াই করে চলেছে।’’ তাঁর ওই মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘রাশিয়া বাঘ নয়। বরং রাশিয়াকে ভালুকের সঙ্গে তুলনা করা হয়। আর আমরা কাগুজে ভালুক নই।’’ আমেরিকার ব্যবসায়িক স্বার্থেই ট্রাম্প ইউরোপের দেশগুলিকে রুশ তেল ও প্রাকৃতিক গ্যাস কিনতে বাধা দিচ্ছেন বলে দাবি করে পেসকভ বলেন, ‘‘এর ফলে ইউরোপের স্বার্থও ক্ষুণ্ণ হবে।’’

গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে ট্রাম্প বার্তা দিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত হিসেবে রাশিয়ার হাতে নিজ‌েদের ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। এমনকি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে দু’দফার বৈঠকেও তিনি সে কথা জানিয়েছিলেন। কিন্তু এ বার সরাসরি অবস্থান বদলে কিভ এবং ইউরোপের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে ইউক্রেনে আগ্রাসনের জন্য দুষেছেন পুতিনের দেশকে। ঘটনাচক্রে, বুধবারই জ়েলেনস্কি রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ সভায় ট্রাম্পের প্রশংসা করেছিলেন। সেই সঙ্গে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পার্শ্ববৈঠকও করেছিলেন তিনি। আর তার পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে কূটনৈতিক অভিমুখ বদলাল ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.