পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্রুজ় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরে এ বার পরমাণু শক্তিচালিত ‘সীমাহীন পাল্লার ড্রোনে’র সফল পরীক্ষার দাবি করল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার জানিয়েছে, সমুদ্রের গভীরে আঘাত হানতে সক্ষম এই চালকহীন জলচর যান।
মঙ্গলবার একটি সামরিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে পুতিন বলেন, ‘‘পরমাণু শক্তিচালিত স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন সাবমার্সিবল যান ‘পোসাইডন’ পরীক্ষায় সফল হয়েছে।’’ এই ড্রোন রাশিয়ার সবচেয়ে উন্নত সম্ভাব্য সারমাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলেও দাবি করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‘পোসাইডন ড্রোনটি একটি ডুবোজাহাজ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজের ১০০ ভাগ ছোট পরমাণু বিদ্যুৎকেন্দ্র দ্বারা চালিত হয় এই ড্রোন।’’
ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমি দুনিয়ার উপর চাপ বাড়াতেই রাশিয়া ধারাবাহিক ভাবে নতুন সমরাস্ত্রের সফল পরীক্ষার দাবি জানাচ্ছে বলে মনে করছেন অনেকে। এর আগে গত ২১ অক্টোবর পরমাণু অস্ত্রবহনে সক্ষম বুরেভেস্টনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছিল মস্কো। পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। আকাশে ছিল ১৫ ঘণ্টা! ক্রেমলিনের দাবি, ৯এম৭৩০ বুরেভেস্টনিক (স্টর্ম পেট্রেল) ক্ষেপণাস্ত্র বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র-রোধকারী বর্মকে ভেদ করতে পারবে। মঙ্গলবার পুতিন জানিয়েছেন, আরও উন্নত সারমাট ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে।

