RSS, Midnapur, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন, মেদিনীপুরে বর্ণাঢ্য পদযাত্রা

 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে মেদিনীপুর শহরে হয়ে গেল বর্ণাঢ্য পদযাত্রা। সমাজ ও রাষ্ট্র গঠনের বার্তা নিয়ে মহালয়ার দিন সারা শহর পরিক্রমা করে এই পদযাত্রা। পদযাত্রাটি পালবাড়ি মাঠ থেকে শুরু করে সারা শহর পরিক্রমা করে এবং পুনরায় পালবাড়ি ময়দানে এসে শেষ হয়।

এই শোভাযাত্রা প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পথে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পরিক্রমা করে। পদযাত্রায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহস্রাধিক সদস্য অংশগ্রহণ করেন। হাতে সংগঠনের পতাকা, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত স্বয়ংসেবকরা শৃঙ্খলাবদ্ধভাবে শহর পরিভ্রমণ করেন। পদযাত্রায় দেশপ্রেম, ঐক্য এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে নানা ধরনের স্লোগান, বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক উপস্থাপনাও ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সুস্থ, শক্তিশালী ও নৈতিক মূল্যবোধে গঠিত সমাজ এবং রাষ্ট্র নির্মাণের প্রেরণা জোগানো। শোভাযাত্রার মাধ্যমে আরএসএস তাদের শতবর্ষ উদযাপনকে শুধু স্মরণীয় করে তোলেনি, বরং ভবিষ্যৎ সমাজ গঠনের দিকনির্দেশনাও দিয়েছে বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই শোভাযাত্রা শহরের সাধারণ মানুষজনের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও আগ্রহের সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.