গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, আল নাসের ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ার অপেক্ষা। শিগগির নিজের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন সিআর৭। বেশ কয়েকটা ক্লাবের প্রস্তাব রয়েছে রোনাল্ডোর কাছে।
রোনাল্ডোর এই সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ তাঁর ট্রফি জিততে না পারা। আল নাসেরে যোগ দেওয়ার পর একটাও ট্রফি জিততে পারেননি তিনি। এমনকি, বৃহস্পতিবার সৌদি প্রো লিগের সেরা ফুটবলারের পুরস্কারও পাননি রোনাল্ডো। এই মরসুমে সৌদির লিগে সবচেয়ে বেশি গোল করেছেন রোনাল্ডো। ২৫টা গোল করেছেন তিনি। আল ইত্তিহাদের করিম বেঞ্জেমা ২১টা গোল করেছেন। কিন্তু তাঁর অ্যাসিস্ট বেশি। রোনাল্ডো তিনটে অ্যাসিস্ট করেছেন। বেঞ্জেমা করেছেন ন’টা। ৩০টা গোলে (রোনাল্ডোর অবদান ২৮টা গোলে) অবদানের জন্য রোনাল্ডোকে টপকে সেরা ফুটবলার হয়েছে বেঞ্জেমা।
এ বারই আল নাসেরে রোনাল্ডোর চুক্তি শেষ হচ্ছে। তিনি আর চুক্তি বাড়াতে চাইছেন না। ক্লাবও তাতে খুব একটা আগ্রহী নয়। পর পর দু’বছর তিনি সোনার বুট (সবচেয়ে বেশি গোলদাতা) পেলেও আল নাসের ট্রফি জিততে পারেনি। এ বার তিন নম্বরে শেষ করেছে তারা। লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্ট পিছনে শেষ করেছে তারা।
রোনাল্ডোর কাছে বেশ কয়েকটা ক্লাবের প্রস্তাব রয়েছে। মেজর সিগ সকার, ব্রাজিল, তুরস্ত ও পর্তুগালের ক্লাব তাঁকে নিতে আগ্রহী। এমনকি, সৌদির ক্লাব আল হিলালও তাঁকে নিতে আগ্রহী। তারকা ফুটবলার নেমারকে ছেড়ে দিয়েছে আল হিলাল। পরিবর্তে রোনাল্ডোকে নিতে পারে তারা। জানা গিয়েছে, দু’এক দিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে নিজের ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেবেন রোনাল্ডো।