কয়েক দিন আগেই ভারতের এক দিনের দলের নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁকে এক দিনের সিরিজ় খেলতে হবে শুভমন গিলের নেতৃত্বে। এক দিনের দলের নেতৃত্ব হারানোর পর প্রথম বার মুখ খুললেন রোহিত। জানালেন অস্ট্রেলিয়া সফর নিয়ে নিজের পরিকল্পনার কথা।
মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালবাসি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলাও উপভোগ করি। অস্ট্রেলিয়ার লোকজন ক্রিকেট খুব ভালবাসেন।’’ রোহিত বুঝিয়ে দিয়েছেন, নেতৃত্ব হারালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। ভাল পারফরম্যান্স করার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। তবে নেতৃত্ব হারানো নিয়ে কোনও মন্তব্য করেননি সদ্য প্রাক্তন অধিনায়ক।
নিজের ব্যাটিং উন্নত করার জন্য ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে বেশ কিছু দিন অনুশীলন করেছেন রোহিত। ওজনও কমিয়েছেন। ফিটনেসের মান বৃদ্ধি করেছেন। রোহিতের লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলা। নেতৃত্বের চাপ না থাকায় তিনি এ বার অনেক খোলা মনে খেলতে পারবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তবে যে ভাবে তাঁকে এক দিনের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পছন্দ হয়নি ক্রিকেটপ্রেমীদের একাংশের।
উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর পার্থে প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজ় খেলবে দু’দল। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং তৃতীয় ম্যাচ ২৫ অক্টোবর সিডনিতে। এই সিরিজ়ে রোহিত ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিরাট কোহলি। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাঁরা আর ভারতের হয়ে খেলেননি।