দেরিতে অস্ট্রেলিয়ায় পৌঁছোলেও সময় নষ্ট করতে নারাজ রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই বৃহস্পতিবার ভোররাতে পার্থে পা রাখলেও অনুশীলন শুরু করে দিলেন দুই ক্রিকেটার। ২২১ দিন পর আবার ভারতের নেটে দেখা গেল রোহিত ও কোহলিকে। তাঁদের উপর নজর রাখলেন প্রধান কোচ গৌতম গম্ভীর।
বৃহস্পতিবার পার্থে প্রথম অনুশীলন ছিল ভারতের। সেখানে শুরুতেই নেটে ব্যাট করতে গেলেন রোহিত ও কোহলি। পাশাপাশি নেটে ব্যাট করলেন দুই সিনিয়র ক্রিকেটার। প্রায় ৩০ মিনিট ব্যাট করলেন তাঁরা। সেখানে মূলত পেসারদের সামনে খেলতে দেখা গেল তাঁদের। দু’জনেই রক্ষণের উপর জোর দিচ্ছিলেন। মাটিঘেঁষা শট খেলতেই বেশি দেখা গেল তাঁদের। পাশাপাশি ফ্লিক ও কাট শটের উপরেও জোর দিলেন তাঁরা। মাঝে মাঝে কোনও বলে ব্যাট ছোঁয়াতে না পারলেও দু’জনেই বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন, পিচ কী রকম ব্যবহার করছে।
কোহলি ও রোহিত যে নেটে ব্যাট করছিলেন, তার কাছেই দাঁড়িয়ে ছিলেন গম্ভীর। ৩০ মিনিট ব্যাট করার পর নেট থেকে বার হন তাঁরা। রোহিত গিয়ে কথা বলেন গম্ভীরের সঙ্গে। হয়তো পরিকল্পনা করছিলেন তাঁরা। কোহলি অবশ্য গম্ভীরের সঙ্গে কথা বলেননি। তাঁকে পেসার অর্শদীপ সিংহের সঙ্গে মজা করতে দেখা যায়। ব্যাট করার পর দৌড়ন দুই ক্রিকেটার। শারীরিক পরিশ্রম করতেও দেখা যায় তাঁদের।
১৯ অক্টোবর, রবিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়। তিনটি এক দিনের ম্যাচ খেলবে দু’দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ২২৪ দিন পর আবার ভারতের জার্সি গায়ে দেখা যাবে দুই ক্রিকেটারকে। তাঁদের দেখতে উন্মাদনা দেখা যাচ্ছে ভারতের সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর রোহিত ও কোহলির লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। তবে তাঁরা তত দিন খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। এমনও শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজ়ই দুই ক্রিকেটারের শেষ সিরিজ় হতে পারে। সেই জন্যই হয়তো প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়া পৌঁছেই গা ঘামাতে শুরু করে দিয়েছেন রোহিত, কোহলি।