দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ট্রাকে ফিরল মুম্বইয়ে ‘লাইফলাইন’। সোমবার সকাল থেকে সমস্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা চালু হল মুম্বইয়ে। ফলে দীর্ঘ কয়েকমাস পর স্বস্তি পেলেন মুম্বই ও শহরতলির যাত্রীরা। ২০২০ সালের মার্চ মাস থেকে করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ ছিল মুম্বইয়ের ‘লাইফলাইন’। দুর্ভোগে পড়েছিলেন অসংখ্য যাত্রীরা। অবশেষে সোমবার থেকে সকলের জন্য চালু হল লোকাল ট্রেন পরিষেবা।
আপাতত জনসাধারণের জন্য তিনটি টাইম-স্লটে চলবে ট্রেন। প্রথম লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে সকাল সাতটায়, তারপর দুপুর বারোটা থেকে বিকেল চারটে এবং রাত ন’টায় দিনের অন্তিম লোকাল ট্রেন। এদিন সকালে পশ্চিম শহরতলি এবং ভাসাই-নালাসোপারা অঞ্চলের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লোকাল ট্রেন চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা।
2021-02-01