Ram Mandir in Murshidabad: হুমায়ুনের বাবরি মসজিদের পাল্টা তৈরি হবে রাম মন্দির! জানালেন বঙ্গীয় হিন্দু সেনা…

সোমবার বেলডাঙ্গা এক অনুষ্ঠানে হুমায়ুন কবীর বলেন, বেলডাঙ্গাতেই তৈরি হবে বাবরি মসজিদ। ২০২৫ সালের ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় ২ একর জমির উপরে মসজিদের নির্মাণকাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী জানতে চাইলে তাঁকে জানাব।

  

2/5

মুর্শিদাবাদে রাম মন্দির

এরই পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করলেন হিন্দুত্ববাদী সংগঠনের। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, ‘হুমায়ুন কবীরের দলে কোনও সম্মান নেই। মুর্শিদাবাদে আমরা রামমন্দিরের অনুকরণে মন্দির তৈরি করব।’

  

3/5

মুর্শিদাবাদে রাম মন্দির

তিনি আরও বলেন, ‘ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রামমন্দির বানাব, জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে। সব রাজনৈতিক নেতাদেরই আহ্বান জানাচ্ছি। করসেবার মাধ্যমেই শুরু করব এই কাজ।’

  

4/5

হুমায়ুন কবীর

অন্যদিকে, সোমবার ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, ‘সম্রাট বাবর অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সেটি ভেঙে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন বাবরির জায়গায় রামলালার। বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদ করব বলছি সেখানে আশি শতাংশ মুসলিমের বাস।’ 

  

5/5

হুমায়ুন কবীর

বিধায়ক আরও বলেন, ‘২০২৫ সালে ওই মসজিদের শিলান্যাস করা হবে। কিছু লোককে জায়গা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছি তাঁরা প্ল্যান করবেন। এখানে রাজ্য সরকার বা তৃণমূলের কোনও বিষয় নেই। জেলায় ৭০ শতাংশ মুসলিমের বাস। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে, একটি ট্রাস্টি তৈরি করে মসজিদ তৈরি হবে। পুরনো বাবরির আদলেই তৈরি হবে বেলডাঙ্গার মসজিদে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.