সোমবার বেলডাঙ্গা এক অনুষ্ঠানে হুমায়ুন কবীর বলেন, বেলডাঙ্গাতেই তৈরি হবে বাবরি মসজিদ। ২০২৫ সালের ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় ২ একর জমির উপরে মসজিদের নির্মাণকাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী জানতে চাইলে তাঁকে জানাব।
2/5
মুর্শিদাবাদে রাম মন্দির
এরই পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করলেন হিন্দুত্ববাদী সংগঠনের। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, ‘হুমায়ুন কবীরের দলে কোনও সম্মান নেই। মুর্শিদাবাদে আমরা রামমন্দিরের অনুকরণে মন্দির তৈরি করব।’
3/5
মুর্শিদাবাদে রাম মন্দির
তিনি আরও বলেন, ‘ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রামমন্দির বানাব, জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে। সব রাজনৈতিক নেতাদেরই আহ্বান জানাচ্ছি। করসেবার মাধ্যমেই শুরু করব এই কাজ।’
4/5
হুমায়ুন কবীর
অন্যদিকে, সোমবার ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, ‘সম্রাট বাবর অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সেটি ভেঙে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন বাবরির জায়গায় রামলালার। বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদ করব বলছি সেখানে আশি শতাংশ মুসলিমের বাস।’
5/5