বৃষ্টিতে ভিজল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। বিগত ১২ ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। আগামী ২৪ ঘন্টা এমনই থাকবে আবহাওয়া, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কাশ্মীরে আবার তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, জাঁকিয়ে শীত একেবারে উধাও। জম্মু ও কাশ্মীরে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস।
এখনও ঠাণ্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, কার্গিল কাঁপছে মাইনাস ২.৮ ডিগ্রিতে এবং দ্রাসে মাইনাস ১.৮ ডিগ্রি। ঠান্ডা তো নেই, বলা যেতে পারে গরম পড়ে গিয়েছে জম্মুতে। এদিন জম্মুর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি।
2021-02-26