সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজও। তবে কালো মেঘের আনাগোনায় মাঝেমধ্যেই রং বদলাচ্ছে আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শহরে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
যদিও বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে তার পর থেকে দু-তিন ডিগ্রি পারদ চড়তে পারে। বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে।