1/5জানা গিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে মায়ানমারে। সেটি বাংলার দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার উপকূলে সেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
2/5১৮ অগস্ট থেকে ২০ তারিখের মধ্যে এই নিম্নচাপ বাংলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। আজ থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম দুই-২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে।
3/5আগামিকাল দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এদিকে ১৯ অগস্ট পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। (REUTERS)
4/5আগামিকাল এবং পরশু অর্থাৎ ১৯ ও ২০ অগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, ওপার বাংলা ছুঁয়ে এপার বাংলায় পৌঁছতে পারে দক্ষিণ মায়ানমারের সেই ঘূর্ণাবর্ত। তাই আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। (REUTERS)
5/5বৃহস্পতিবার সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা ও আশেপাশের অঞ্চলে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে।