দূরপাল্লার ট্রেনে উঠলেই এক বোতল জল কিনে বসার অভ্যাস অনেকেরই। কিন্তু সেই জল কিনতে গিয়ে অনেক সময় বেশি পয়সা গুণতে হয় যাত্রীদের। এবার সেই পথ বন্ধ করে দিল রেল।-তথ্য-অয়ন ঘোষাল
2/6
বোতলের জল

সম্প্রতি জিএসটির হার কমিয়েছে কেন্দ্র। তার পরেই রেলের প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের দাম কমিয়ে তা বেঁধে দিল রেল। -তথ্য-অয়ন ঘোষাল
3/6
১ লিটারের দাম

শনিবার রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলে বিক্রি হওয়া ‘রেল নীর’ এর ১ লিটারের বোতলের দাম ১৫ টাকা থেকে কমে হবে ১৪ টাকা। -তথ্য-অয়ন ঘোষাল
4/6
৫০০ এমএল

অন্যদিকে, ৫০০ মিলিলিটারের বোতলের দাম ১০ টাকা থেকে কমে হবে ৯ টাকা। -তথ্য-অয়ন ঘোষাল
5/6
অন্য ব্রান্ডের দাম

আরও একটি গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ রেল করেছে তা হল অন্যান্য ব্রান্ডের জলের বোতলের দামও বেঁধে দিয়েছে রেল। সেক্ষেত্রে রেল চত্বরে অন্যান্য জলের বোতলের ১ লিটারেরও দাম ১৫ টাকা থেকে কমে হবে ১৪ টাকা। পাশাপাশি ৫০০ এমএল জলের দাম ১০ টাকা থেকে কমে হবে ৯ টাকা। অর্থাত্ সব ধরের জলের দাম একই হবে। -তথ্য-অয়ন ঘোষাল
6/6
কবে লাগু
