চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ কথা জানিয়ে দিল মস্কো। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে পুতিনের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আমেরিকার আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই আবহে আগামী আগামী রবি ও সোমবার (৩১ অগস্ট-১ সেপ্টেম্বর) চিনের বন্দর শহর তিয়ানজ়িনে ‘সাংহাই সহযোগিতা সংস্থা’ (সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন বা এসসিও)-র শীর্ষবৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিন। সোমবার তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। তার ঠিক আগেই রুশ প্রেসিডেন্টের ভারত সফরের বার্তা দিল ক্রেমলিন।
গত অক্টোবরে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দু’জনের পার্শ্ববৈঠকও হয়েছিল সে সময়। তার আগে গত বছরেরই জুলাইয়ে রাশিয়া গিয়েছিলেন মোদী। সে সময়ই তিনি ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিনকে। চলতি বছরের মার্চ মাসে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন, মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। তবে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে কিছু জানাননি লাভরভ। এর পরে চলতি মাসে মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর পরে তিনি জানিয়েছিলেন, এ বছরই ভারতে আসতে পারেন পুতিন। শুক্রবার সফরের ‘আংশিক নির্ঘণ্ট’ জানাল মস্কো।