রাজ্যের মান বাড়াল পুরুলিয়া সৈনিক স্কুল

ওরা সবাই দেশের প্রতিরক্ষার দায়িত্ব নিতে বদ্ধপরিকর। কেউ বায়ু সেনায়, কেউ স্থল বাহিনীতে, কেউ কেউ নৌ সেনায়। আর সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে গেল। সেই স্বপ্ন দেখা এক ঝাঁক তরুণ এনডিএ পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হল। সবাই পুরুলিয়া সৈনিক স্কুলের ছাত্র। এত বড় সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ। দেশে বাংলার মান আরও শিখরে পৌঁছে দিল।

পুরুলিয়া সৈনিক স্কুলের বড় সাফল্য ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায়। ইউপিএসসি’র এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ হল একসঙ্গে ৩৬ জন ছাত্র। তাদের মধ্যে ১৬ জন বাঙালি। ২ সেপ্টেম্বর ইউপিএসসির এনডিএ’র পরীক্ষা হয়। এতেই পুরুলিয়া সৈনিক স্কুল থেকে ৩৬ জন ছাত্র পাশ করে। এই পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় তিন লক্ষ ছাত্র পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে ৭৮৩২ জন। অন্যদিকে, দেশের ২৭টি সৈনিক স্কুলের মধ্যে সাফল্যের হারে পঞ্চম হয়েছে পুরুলিয়া সৈনিক স্কুল। এখানে সব মিলে ৫০ জন পরীক্ষা দিয়েছিল। এবারের ব্যাচ থেকে ২০ জন এবং আগের ব্যাচ থেকে ১৬ জন সফল হয়েছে। এবার হবে ইন্টারভিউ। চূড়ান্ত সাফল্যরা পছন্দমত স্থল, নৌ এবং বায়ু সেনাতে পড়ার ডাক পাবে। এবারে বাংলা থেকে যে ১৬ জন সাফল্য পেয়েছে তাদের একজন আর্যদীপ মণ্ডল। সে পুরুলিয়া শহরের বাসিন্দা। পুরুলিয়া সৈনিক স্কুলের এই সাফল্যে গর্বিত শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

পুরুলিয়ায়, সৈনিক স্কুল সোসাইটি দ্বারা ১৯৬২ সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক বোর্ডিং স্কুল। স্কুলটি তার ছাত্রদের সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডার এবং অন্যান্য পেশার জন্য প্রস্তুত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.